ব্লগার বাকপ্রবাস প্রবাসের বাক
পরিপাটি ভাবনার মোহনিয়তায়
বিমুগ্ধ কথার ফুলে মালা গেঁথে যায়
সুন্দর সজিব মনে কি চমৎকার।
ছড়া ও কবিতা তাঁর খাঁটি মৌ-মৌচাক
সাহিত্যের শাখা সব লতায় পাতায়
একত্রে জড়িয়ে থাকে মায়া-মমতায়
যেন তা নিপূণ দান সৃষ্টি বিধাতার।
আছে তাঁর বে-শুমার সাহিত্য সম্পদ
পাঠকেরা মন দিয়ে পড়ে যায় সব
সে রত্নের রূপরাশি বাক্য ছন্দ পদ।
প্রবাসে দেশের কথা করে অনুভব
স্বদেশের করে কত মঙ্গল কামনা
এগুণী করেন কত সাহিত্য রচনা।
সনেট কাব্যে সামু ব্লগার
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫