নজসু উল্টে সুজন ব্লগের পাড়ায়
ছন্দে ছন্দে যেন স্নিগ্ধ আলো জোছনায়
অথবা কখনো কোন মৌন পূর্ণিমায়
ফুটায় ছন্দের ফুল রূপময়তায়।
সে আলো কথার কলি যাদুর ছোঁয়ায়
জাগায় পাঠক মন। মন বন ছায়
আশার তরুরা সব এমনি গজায়
গড়তে সাহিত্যে তাঁকে পরিপূর্ণতায়।
কলমের ঘষামাজা কাগজ পাতায়
খোঁজে মন কথাগুলো লুকিয়ে কোথায়?
তাদের পুষতে চান গভীর মায়ায়।
নজসু সুজন মন নদী মোহনায়
কথা যেন রত্ন হয়ে স্বযত্নে ছড়ায়
যারা সব পাঠকেরে আবেসে জড়ায়।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪