‘সুখের সন্ধান চাই’ হারানো বিজ্ঞপ্তি
পড়ে আফসুস হলো; শুধু কেন সুখ
এমন হারিয়ে যায়? হায়নার ভিড়ে
সুখদের নিরুদ্দেশ যাত্রা হতাশা জনক।
দুঃখ পর্যাপ্ত থাকছে সবার জীবনে,
না চাইতে চলে আসে দুঃখদের ঝাঁক;
অথচ সুখের জন্য কত কষ্ট করে
মানুষেরা অসফল হয় নিত্য দিন।
তথাপি সুখ আরাধ্য, প্রবল প্রচেষ্টা
সুখের নিমিত্তে চলে কষ্টকর শ্রমে
বিনিয়োগ হয় মেধা প্রত্যাশা পূরণে।
হারানো সুখেরা ফিরে হতাশার শত
কুয়াশাচ্ছন্নতা ভেদে শ্রমের মঞ্জিলে
হাসি-খুশি যোগে চলে আনন্দ মিছিল।
মন ফুল বনে
ঝুমকো তোমার ঝুলে কানে দোলে দোলে
বায় বায় হায় হায় দেখি লতিকায়
তোমার মুখের রূপ তাতে উপচায়
তোমাতে হারায়ে আমি নিজেরে না পাই।
সুকেশি দিলে তোমার খোঁপাখানি খুলে
অপলক চেয়েথাকি ঠান্ডা জোছনায়
জানিনা সেথায় আমি রয়েছি কোথায়
দেখি হায় তুমি ছাড়া আর কিছু নাই।
তুমি আছ আমি আছি মন ফুল বনে
দু’পায়ে নূপুর বাজে রিনি ঝিনি সুরে
মোহিত আমার মন প্রেয়সির সনে।
একদা আমার থেকে ছিলে বহু দূরে
আজ তুমি কাছে এসে ভরে দিলে বুক
এভাবেই প্রিয়তমা জীবন চলুক।
বিঃদ্রঃ ২য় সনেট ১২ তম মন্তব্যের পর যুক্ত হয়েছে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪