প্রতিটি কাজের ভিত্তিতে যদি আল্লাহর একটি করে নাম দেওয়া হয় তাহলে অসীম কাজের কারনে আল্লাহর নাম অসীম সংখ্যক হবে।মহানবির (সাঃ) হাদিসে আল্লাহর ৯৯ নামের ফজিলতের কথা বলা হয়েছে। তবে হাদিসে ৯৯ নামের তালিকা প্রদান করা হয়নি। কোরআন ও হাদীসের উল্লেখ অনুযায়ী আল্লাহর ৯৯ নামের তালিকা প্রস্তুতের একটা রেওয়াজ প্রচলিত রয়েছে। যেহেতু এটা তালিকা প্রস্তুত কারকের ইচ্ছে অনুযায়ী হয়ে থাকে সেহেতু বিভিন্ন তালিকায় কিছুটা গরমিল দেখা যায়।আমি কয়েকটি তালিকা মিলিয়ে একটা তালিকা তৈরী করে অবশেষে আল্লাহর ৯৯ নাম নিয়ে সনেট লিখলাম। আমার সনেট লেখা থেকে তালিকার কোন নাম বাদ যায়নি। আমার তালিকায় নেই অন্য তালিকায় আছে এমন নামেও সনেট লেখেছি যা আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। তালিকার প্রতিটি নামে আমার একাধীক সনেট রয়েছে। আমি নিশ্চিত এ বিষয়ে বিশ্বের আর কেউ এতগুলো সনেট লেখেনি। কাজেই এটা একটা বিশ্ব রেকর্ড।
এ বিষয়ে আমি একটা কাব্য গ্রন্থ প্রকাশ করতে চাই। কবি নতুন নকিব ও সুলেখক পদাতিক চৌধুরী আমাকে এ বিষয়ে সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।নতুন নকিব আল্লাহর প্রতিটি নামের বর্ণনা ও ফজিলত লিখবেন যা কবিতার উপরে স্থান পাবে। পদাতিক চৌধুরী বলবেন কোন কবিতার পর কোন কবিতা হবে।আমি কাছা-কাছি অর্থবোধক নামের কবিতা কাছা-কাছি থাকা পছন্দ করি।আপাতত কবিতাগুলো ইকবাল কবীর মোহনের ইসলামী নলেজ বই অনুসারে সাজানো আছে। আমি এর চেয়ে ভাল সাজানো চাই। কাজেই চৌধুরী সাহেবের কাজটাও বেশ গুরুত্বপূর্ণ। আমি সব ব্লগারের সহায়তা কামনা করি। ত্রুটি সংশোধনে সবার সহায়তা গ্রহণ করা হবে। আর মানবৃদ্ধি করণে সবার মূল্যবান পরামর্শ সম্পাদনা পরিষদ উপযুক্ত মনে করলে অবশ্য গ্রহণ করা হবে।আমরা চাই পাঠক যেন একটা ভাল বই হাতে পায়। তাতে কিছু সময় ব্যায় হলেও আমারা সে সময় ব্যয় করতে রাজি আছি।প্রত্যেকে তাদের কথা সংশ্লিষ্ট কবিতার কমেন্টে প্রকাশ করবেন। আমারা সেখান থেকে সে গুলো সংগ্রহ করব। এজন্য নীচে সব কবিতার লিংক প্রদান করা হলো।
১। আল্লাহ
২। আর-রাহমান
৩। আর-রাহীম
৪। আল-মালিক
৫। আল-কুদ্দুস
৬। আস-সালাম
৭। আল-মু’মিনু
৮। আল-মুহাইমিন
৯। আল-আজিজ
১০। আল-জাব্বার
১১। আল-মুতাকাব্বির
১২। আল-খালিক
১৩। আল-বারী
১৪। আল-মুসাব্বির
১৫। আল-গাফফার
১৬।আল-কাহহার
১৭। আল-ওয়াহহাব
১৮।আর-রাজ্জাক
১৯।আল-ফাত্তাহ
২০। আল-আলীম
২১।আস-সামী
২২। আল-বাসীর
২৩।আল-লতীফ
২৪।আল-খাবীর
২৫। আল-হালীম
২৬। আল-আজীম
২৭। আল-গাফুর
২৮। আশ-শাকূর
২৯। আল-আ’লী
৩০। আল-কাবীর
৩১। আল-হাফীজ
৩২। আল-মুকীত
৩৩। আল-হাসীব
৩৪।আল-কারীম
৩৫।আর-রাকীব
৩৬।আল-মুজীবু
৩৭।আল-বাইছ
৩৮।আল-ওয়াসি
৩৯।আল-হাকীম
৪০।আল-ওয়াদুদ
৪১।আল-মুতি
৪২।আশ-শাহীদ
৪৩।আল-হাক্ক
৪৪।আল-ওয়াকীল
৪৫।আল-কাবী
৪৬।আল-মাতীনু
৪৭।আস-সোবহান
৪৮।আল-হামীদ
৪৯।আল-হাইয়্যু
৫০।আল-কাইয়্যুম
৫১।আল-ওয়াহিদ
৫২।আল-মুযিল্লু
৫৩।আস-সামাদ
৫৪।আল-কাদির
৫৫।আল-মুমিতু
৫৬।আদ-দার
৫৭।আন-নাফি
৫৮।আন-নূর
৫৯।আল-বাকী
৬০।আল-ওয়ারিস
৬১।আর-রাশীদ
৬২।আস-সাবুর
৬৩।আর-রাফি
৬৪।আল-মুকাদ্দিম
৬৫।আল-মুগনী
৬৬।আল-মানি
৬৭।আল-আউয়াল
৬৮।আল-আখির
৬৯।আজ-জাহির
৭০।আল-বাতিন
৭১।আল-ওয়ালী
৭২।আল-মুতাআলী
৭৩।আল-বার
৭৪।আত-তাওয়াব
৭৫।আল-মুকসিত
৭৬।আল-আফুউ
৭৭।আর-রাউফ
৭৮।আল-মুনতাকিম
৭৯।মালিকুল মুলক
৮০।যুল জালালি ওয়াল ইকরাম
৮১।আল-জামি
৮২।আল-গাণী
৮৩।আল-বাসিত
৮৪।আর-রাব্ব
৮৫।আল-মুইজ
৮৬।আস-সাত্তার
৮৭।আল-আদল
৮৮।আল-হাদী
৮৯।আল-বাদী
৯০।আল-ওয়াজিদ
৯১।আল-মাজিদ
৯২।আল-মুকতাদির
৯৩।আল-মুয়াখখির
৯৪।আল-কাবীদ
৯৫।আল-জালিল
৯৬।আল-মুহয়ী
৯৭।আল-মুঈদ
৯৮।আল-মুনইমু
৯৯।আল-মুহসী
# আল আসমাউল হুসনা (অবশিষ্ট সনেট)
# সনেট কাব্যে আল্লাহ
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯