পরম পুনঃজীবন দাতার আসনে
আল-মুঈদ থাকায় অপরাধী জন
বাড়িয়ে দৈনিক নিজ পাপের ওজন
অবশেষে একদিন ধরা খেয়ে যাবে।
বুঝেনা বোকার দল অপরের ধনে
লাভ নেই করা কারো সুখ আয়োজন
মিটানো অন্যায় তাতে কোন প্রয়োজন
বিনিময়ে তারা এতে মহাশাস্তি পাবে।
পাপীরা ভাবছে আর ফিরবেনা তারা
সেজন্য করেনা নিজ দোষ অনুভব,
আনন্দে লুটায় তারা হয়ে আত্মহারা।
একদিন ভাবনার ভুল ভেঙ্গে সব
দেখবে কঠিন এক বিচারের রায়
পুনঃবেঁচে অসতেরা হবে নিরুপায়।
মুঈদু
প্রত্যাবর্তনকারীর গুণেতে মুঈদু
কারো থেকে দূরে গেলে আবার ফিরেন
তার দিকে তার দোষ শোধন পরেতে
চিরতরে কারো থেকে জাননা হারিয়ে।
সম্মান সম্পদ যদি হারিয়েই যায়
আবার ফিরিয়ে দিতে পারেন মুঈদু,
মরেগেলে সেই প্রাণ মুঈদু আবার
ফিরিয়ে জীবন দান করতে পারেন।
মুঈদু সকল কাজে আবার আবার
যত খুশী ততবার করতে পারেন
কাজেই হারানো ভয় তাঁর কাছে নেই।
তাঁর থেকে কে হারিয়ে যাবে যে কোথায়?
চোখের পলকে তারে দেখবে ফিরেছে
এমন গুণেতে গুণী মহান মুঈদু।
আল-মুঈদ নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
পুনরায় সৃষ্টিকারী মুঈদের নামে
কেউ নাই তাঁকে ছাড়া এই ধরাধামে,
পরপারে ঠিকঠিক উঠাবে যেদিন
ভয়ে কাঁপে যত সব কাফের বেদিন।
প্রত্যাবর্তিত হবেই যেখানেই থাকো
দিনক্ষণ আছে তাই মুঈদকে ডাকো,
আল-মুঈদু নামে আরশে আসীন
সব প্রাণ এ ধরায় আল্লার অধীন।
প্রিয় কিছু হারিয়েছো খুঁজেও পাচ্ছোনা?
তবে কেন আল্লাহকে মুঈদু ডাকোনা?
তিনিই পারেন দিতে সব কিছু এনে।
সতেরবার দৈনিক মুয়ীদ স্মরনে
হারনোরা ফিরবেই রাখো ঈমানে
সতত একান্ত মনে থাকো তাঁর ধ্যানে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯