মহা-সংকোচনকারী আল-কাবীদের
ইচ্ছা না হলে, ঘুরেনা সৌভাগ্যের চাকা
অচল জীবন পথে, ধোঁয়াশায় ঢাকা
থাকে সহজ চলার পথ-ঘাট সব।
সাময়িক বিপদেতে সদাচারীদের
নয়তো উচিৎকারো সত্য ভুলে থাকা
অহেতুক।সুখময় পথগুলো বাঁকা
এড়িয়ে চলতে হয় যতটা সম্ভব।
বিপথের অফুরান ঐশ্বর্যের ঢেউ
সহসা উদাও হয়ে মরন বিপদ
আসলে সম্মুখে দেখে পাশে নেই কেউ।
লাগেনা কোনই কাজে অঢেল সম্পদ
হলে আল-কাবীদের বিরাগ ভাজন
মহাসুখ মিলে তিনি থাকলে আপন।
ক্বাবিদু
ক্বাবিদু করেন সব সৃষ্টি নিয়ন্ত্রণ
সব কিছু থাকে তাঁর আয়ত্বের মাঝে
তাঁর ধরা থেকে কেউ পারেনা পালাতে
তাঁর রাজ্য ছেড়ে যেতে সবাই অক্ষম।
ক্বাবিদুর রাজ্য ছাড়া রাজ্য নেই বলে
বাধ্য হয়ে এখানেই রইবে সবাই
তাঁর সিদ্ধান্তের মাঝে কাটাতে জীবন
তাঁর সন্তুষ্টি তালাশ ছাড়া নেই যে বিকল্প।
কে করে বিদ্রোহ কোন কূ-বুদ্ধির বসে
নিজের পায়েতে নিজে মারতে কুড়াল
বোকাদের শুধুমাত্র অভিলাষ হয়।
বুদ্ধিমান বুঝেশুনে সিদ্ধান্ত গ্রহণে
সমগ্র জীবনে থাকে সদা তৎপর
সে জন্য তাদের প্রাপ্তি অনন্ত মঙ্গল।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০