আল-মুয়াখখিরের মহা অবকাশ
দানকারী গুণনামে অন্তর আত্মায়
হতাশার আঁধারেতে প্রত্যাশা ছড়ায়
গতিপাবে হয়তবা অচল জীবন।
সহসাই হত যদি শাস্তির প্রকাশ
থাকতোনা তবে কারো বাঁচার উপায়
গ্রেফতার হত সবে হয়ে নিরুপায়
অনায়াসে ভঙ্গহত সুখের স্বপন।
ভুল করে পাপ করে ফিরে পাপীদল
প্রভুর গুণের নামে।ছড়াতে বিভ্রান্তি
অপারগ শয়তান, মস্তিষ্ক বিকল
মনে ভোগে গুরুতর কষ্টের অশান্তি।
অপরাধী পূণ্যবান হয় যে আবার
ফিরবার অবকাশে সুপথে সবার।
মুয়াখখিরু
মুয়াখখিরু সর্বদা অপেক্ষা করেন
শাস্তিদানে বান্দাদের পাপের বেলায়
অবকাশ দেন তারে তাওবা করার
অবকাশ শেষ হলে দন্ড দেন তিনি।
বিলম্ব শাস্তির ক্ষেত্রে মুয়াখখিরুর
এ ক্ষেত্রে পশ্চাতে তিনি থাকেন সর্বদা
শাস্তিদানে তাড়াহুড়া নেই তাঁর মাঝে
বান্দার বিপদ তিনি চাননা ঘটাতে।
সকল মনুষ্যে দোষ কমবেশী আছে
তরায় প্রদানে দন্ড ক্ষতিগ্রস্থ্য হয়ে
এজাতি বিলিন হবে ধরাতল থেকে।
মুয়াখখিরু বিলম্ব করার কারণে
অনেকেই ভুলপথ থেকে ফিরে আসে
এতে সব মানুষেরা উপকৃত হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩