আল-মাজিদ পরম সেরা, মহত্বের
অধিকারি, সর্ব শ্রেষ্ঠ যে গৌরবময়
শত প্রতিকূলতায় থাকেন অজয়
চিরদিন চিরকাল মহাকাল জুড়ে।
সকলেই পদানত সে মহাশয়ের
ক্ষমতার।যারা চিনে তারা পায় ভয়
তাঁর কঠিন শাস্তির।অবোধের নয়
সে চিন্তা। তাদের মন অহেতুক উড়ে।
অবশেষে শেষ হবে অপেক্ষার পালা
একদিন। সে দিনের নিরুপায় মন
দেখবে কেমন লাগে বোকামীর জ্বালা।
গুরুতর ভাবনার হয় প্রয়োজন
থাকতে সময় কারো, নতুবা বিপদ
অবোধ জনের হয় জীবন সম্পদ।
মাজিদু
মাজিদু আধিকত্বের অধিকারী নিজ
সহায় সম্পদ আর গুণে ও জ্ঞানেতে
কমতি কোথাও নেই তাঁর ক্ষেত্রে কোন
সবকিছু আছে তাঁর অসীম মাত্রায়।
সত্ত্বায় কে তাঁরে করে আরশে সিমীত?
আরশে আছেন বলে কোথা তিনি নেই?
সকল সৃষ্টির সাথে তিনি বিদ্যমান
যে দিকে ঘুরাবে মুখ সে দিকেই তিনি।
মাজিদুর আরশেতে বসা কি রকম?
সে বসা কি মানুষের মত বসে থাকা?
অপরের সাথে তাঁর কোন মিল নেই।
তাঁর কোন অঙ্গ নয় অন্য কারো মতো
অঙ্গ দিয়ে করে তাঁর আকার সাব্যস্ত
একদল বেউকুফ বিভ্রান্তি ছড়ায়।
আল-মাজীদু
আল-মাজীদু স্বগুণে মহামর্যাদার
অধিকারী অনুপম মহিয়ান এক
গরিয়ান প্রভুরূপে সময়ে প্রত্যেক
করেন সকল সৃষ্টি নিজ মমতায়।
কাছেতে থাকেন তিনি সৃষ্টির সবার
যারা চায় হতে তাঁর, তাদের অনেক
তাঁর কথা মেনে চলে করে কত নেক
অনুভবে তারা তাঁকে খুব কাছে পায়।
দূরাচারী দূরে থেকে অন্ধকার দেখে
মর্যাদাবানের তাতে কমেনা ওজন
সময়তো চলে যায় তাদেরকে রেখে
শয়তানে মানে তারা তাদের আপন।
যাঁর গুণ স্মরণেতে মাথা ধরে ঝিম
অনন্য সম্মান তাঁর অপার অসীম।
আল-মাজিদের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
আল-মাজিদ আল্লাহ মহা মর্যাদাতে
অনুপম মহিয়ান রব পৃথিবীতে,
সকল সৃষ্টিতে তিনি শত মমতায়
মহাবিশ্বে সবকিছু তাঁর ক্ষমতায়।
অপমানে অপদস্ত সদা হতে হয়?
জীবনটা হয়ে যাচ্ছে মহা ধূলিময়?
মাজিদের জিকিরেই কেটে যাবে ভয়
আল্লাহর পাঁয়ে সদা থাকো সিজদায়।
মালিকের নূর লাভে হতে চাও ধন্য?
মর্যাদা সম্মানে যদি পেতে চাও পূন্য
জিকিরে মাজিদ রাখো সতত স্মরণ।
মাজিদের ঈমানেতে সদা থাকো যদি
সম্মানিত হবে তুমি জেনো নিরবধি
পূর্ণতায় পেয়ে যাবে যত আছে ধন।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০