পরম প্রাপক হয়ে আল-ওয়াজিদ
অফুরন্ত ভান্ডারের অধিকারী এক
করেন অপার দান সময়ে প্রত্যেক
তথাপিও থাকে তাঁর সম্পদ অশেষ।
অকাজের চেতনার কিছু চিন্তাবিদ
কত কত ভাবনায় ভোগে অহেতুক
প্রকাশে তাদের সব কল্পনা বাতিক
অযথা প্রভুর প্রতি ছড়ায় বিদ্বেষ।
যে অসীম কারো ক্ষেত্রে মুখাপেক্ষিনন
সকলেই পায় সব তাঁর করুনায়
অটল সর্বদা তাঁর সুদৃঢ় আসন।
তাঁর বিরোধিতা করে কাঁচকলা পায়
বোধহীন বিরোধিরা, তাদের বিনাশ
ঘটায় তাদের সব মিথ্যার প্রকাশ।
ওয়াজিদ
মহাপ্রভু ওয়াজিদ একান্ত প্রাপক
সুনামের, সম্মানের, আন্তরিক মনে
সবার ইবাদতের। তাঁর কৃতজ্ঞতা
থাকা চাই পরিপূর্ণ সঠিক মাত্রায়।
তাঁর প্রাপ্য অপরকে করলে প্রদান
এ অন্যায় অত্যাচার ক্ষমার অযোগ্য
অকাজের কাজ খুব।ভাবা দরকার
কার খাই কার গাই কি করি কখন?
অহেতুক ভুল পথে চলা ভাল নয়
কারো ক্ষেত্রে। ওয়াজিদ দানে চলে
জীবন জগৎ সব সুচারু সুন্দর।
ভুল সবি ভুল অন্যে ডাকা আবেগেতে
যারা প্রাপ্য তাঁকে দিয়ে সুখে থাকা ভাল
নতুবা ভুলের ফলে সমূহ বিপদ!
"আল-ওয়াজিদ " নামের ফজিলত
-হাবিবুর রহমান (হাবিব স্যার)
ওয়াজিদ নামে রব মুখাপেক্ষী নন
এমন সঁত্তায় রাখো সতত ঈমান,
সর্বদা অভাবী থাকো কিনারা পাচ্ছো না?
চাকরির দেখা নাই, কর্মও মিলছেনা?
ওয়াজিদ নাম স্মরো সকাল সন্ধ্যাতে
করো যদি শুকরিয়া দোয়া ও সালাতে,
একান্ততায় মনে মনে, মুছে যাবে গুণা
অঢেল সম্পদ পাবে অভাবী রবেনা।
অসচ্ছল সঙ্গী সদা হাত পাতো অন্যে?
সুখ তুমি খুঁজে ফিরো আকুলতায় হন্যে?
লাভ নাই লাভ নাই তোমাকে শোধাই।
সচ্ছলতা ওয়াজিদে মানো বা না মানো
কমতি কি হবে কোন শোন বা না শোন
সদা অমুখাপেক্ষী সে পরম সঁত্তায়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯