আল-মুনতাকিমুর মহাপ্রতিশোধ
গ্রহণকারী মনের পরম বিস্তার
দারুণ ব্যাপার খুব, রোধে অত্যাচার
দেয়া হয় সকলেরে যোগ্য প্রতিদান।
বিবিধ বলের ছলে এখন অবোধ
খুশীমনে করে চলে বহু অনাচার
অকাজে মনের গতি মহাদূর্নিবার
এসব অভাগা যেন পাপের তুফান।
নিরিহ মানুষ থাকে মহাহীনবল
অনাচারি বুঝে এটা দারুণ সুযোগ
তাদের অন্তরে জ্বলে লালসা অনল
দূর্বলের সব কেড়ে তারা করে ভোগ।
আল-মুনতাকিমুর সাঁড়াষি ধরায়
অত্যাচারী হয়ে যাবে মহানিরুপায়।
মুনতাক্বীমু
প্রতিশোধ গ্রহণেতে মুনতাক্বীমুর
মতনেই আর কেহ সমগ্র জগতে
তার বিরোধীতাকারী পাবেনাতো ছাড়
বিন্দুমাত্র তাঁর মহা ধরা থেকে কোন।
অপরাধী খুশিমনে করে অপরাধ
ভাবেনাতো এটা তার অবকাশ কাল
সে জন্য এখন তারা আছে নিরাপদ
অবকাশ শেষ হলে বুঝবে ঘটনা।
মুনতাক্বীমুর চিন্তা সকলের থাকা
বিপদ থেকে বাঁচার উপলক্ষ্য বড়
আর তাঁকে ভুলে গেলে বিপদ নিশ্চিত।
বুদ্ধিমান মানুষেরা চিনে ঠিক পথ
সে পথেই চলে তারা যে পথে কল্যাণ
বুদ্ধিহীন লোক শুধু চলে ভুল পথে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪