আর-রাউফ পরম স্নেহপরায়ন
অনুগত বান্দাদের ভাগ্যের পাতায়
পরকালে শাস্তি থেকে নিস্কৃতি লেখায়
যদিও সেজন্য বহু কষ্টসয় তারা।
ইহকালে দূরে থাকে শান্তির শয়ন
বিপদ-আপদ আসে কথায় কথায়
বুঝেনা বিপদগ্রস্থ্য পালাবে কোথায়?
তথাপি মু’মিন বুঝে এ প্রভু ইশারা।
মরনের পরে এসে স্নেহের মঙ্গল
ধরাদিবে অন্তহীন জীবনের মাঝে
সত্তরতা প্রিয়দের ক্ষেত্রে এ অচল
তারা শুধু প্রাপ্যতার নগদটা বুঝে।
অস্থিরতা প্রিয়দের কাজ কারবার
তাদের পিছনে নেয় ঠেলে বার বার।
রাউফু
রাউফুর স্নেহপ্রাপ্তি বান্দার বেলায়
কোথায় কিভাবে ঘটে বুঝা মুশকিল
স্নেহ তাঁর অবারিত রয়েছে বিস্তৃত
তিনিতো করেন শুধু বান্দার মঙ্গল।
তাঁর পথে শাহাদাতে মিলছে জান্নাত
আমরা শোকেতে মরি তারা থাকে সুখে
মজলুম লাঞ্চনায় কাটায় জীবন
বিনিময়ে পায় তারা মহাপুরস্কার।
উপর দেখায় যদি বিবেচনা করে
রাউফুর স্নেহ তবে রইবে অবোদ্ধ
সাকুল্য বিচারে তাঁর স্নেহ বুঝা যাবে।
এপারেতে যার আছে সুখের ঘাটতি
ওপারেতে হবে তার অফুরন্ত সুখ
শর্ত তাকে হতে হবে বান্দাত্বে উত্তম।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪