আল-আফুউ মনেতে পরম উদার
মহাক্ষমাকারী দোষে দেন মহা ছাড়
একান্ত না হলে কারো বাঁকা ত্যাড়া ঘাড়
শাস্তি পায় হলে কেউ মহা উজবুক।
সৃষ্টিদের প্রতি তাঁর করুণা অপার
মার্জনা করেন ত্রুটি। সে খায় আছাড়
যার অপরাধ বেড়ে হয় মহা বাড়;
নতুবা দেন না শাস্তি ক্রোধে অহেতুক।
প্রতিদিন সৃষ্টি সব করে কত পাপ
তাদের সে পাপ কথা না করে প্রকাশ
তওবা করলে সব করে দেন মাপ।
পাপীরা পাপের কাজে পায় অবকাশ
সুপথে ফিরলে তারা পায় হেফাজত
অবশেষে রক্ষা পায় তাদের ইজ্জত।
আফুয়্যু
আফুয়্যু সকল ত্রুটি মার্জনা করেন
বান্দার সকল কাজে যা ঘটে প্রত্যহ
নতুবা ত্রুটির জন্য কাজ বরবাদ
হয়ে সব মানুষেরা ক্ষতি গ্রস্থ্য হতো।
মানুষ যেভাবে ত্রুটি ধরে মানুষের
সেভাবে আফুয়্যু ত্রুটি ধরলে উপায়
ছিলনা মানুষদের জীবনের মাঝে
মার্জনা লাভেতে তারা ধন্য হয় সবে।
মানুষেরা যদি করে কাজের তদন্ত
দেখবে সেথায় আছে ভুরি ভুরি ভুল
ভুল বাদ দিলে কাজে থাকেনা কিছুই।
ভুলের মার্জনা পেয়ে কাজে আসে প্রাণ
প্রাপ্তির হিসেবে তবে দাঁড়ায় নেকের
পরিমাণে হয় যেটা সন্তোষ জনক।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬