দেয়ালের গায়ে এঁকে রাখেনি কেউ সেই সে শত নিশি যাপনের ইতি নিশান,
খোঁদে নাই তো লক্ষ্মীমন্ত পদ ছাপ কোনো! হাতি ঘোড়া সুখ-সারি!
নক্ষত্র কৃপায় স্পর্শ পায়নি পায়ে ধান-দূব্বো-ঘিতে, অম্র পত্র-পল্লব দেয়নি তো ঘটে
জ্বলেনি বোধ হয় তাই সে অভিমানে জন্ম স্মৃতির শিখা ধরে শিয়রে।।
কল্পনায় রচি যত এ গুহা আঁধারিতে সপ্ত সূর্য ছটায় রেঙে ছিল কোনো কালে; হয়তো জন্ম রাখেনি সে চিহ্ন নাভি-মূলে অথবা এই হয়তো রয়েছে আঁকা কোন সূক্ষ্ম্ রসায়নে..বহুদিন হয়নি হয়তো জপা সে স্মৃতি গাঁথা.. বিস্মৃতির আঁধার ঠেলে।
এই যে এতো আশ-ভরি রাহু-কেতু যত পথ কাটে কাঁটায়। গ্রহের দোষ বলে কোন্ কানা অন্ধকারে উঁই-ঢিবি মাটি খুঁড়ে এনে মাদুলী রাখি ঝুলায়ে..ভক্তির অভাব বুঝি অথবা কোনো কালে ছিল বুঝি গোলা ভরা এখন ওতা শাপান্ত।
বলি এই যে জন্ম আঁধার কেটেছে কবে গোপন অনুরোধে করজোড়ে কোন
সবিতার ?
- ------------------
১৪/১০/১১
ছবিঃ (Bow to the Night Pony) ইন্টারনেট হতে
উৎসর্গ কথাঃ এই মাত্র লেখা এই টাটকা অকাব্য'টির সকল ভাল মন্দের ভার প্রিয় কবি বন্ধু মতিউর রহমান সাগর ভাইয়ের ঘাড়ে দিলাম।(বানান ভুল সহ)
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩২