দুই গৃহপরিচারিকার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ কতো হিংস্র আমরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গৃহকত্রীর নির্যাতনে আহত দুই শিশু গৃহকর্মী রাজধানীর আজিমপুরের এক পাষন্ড গৃহবধূ বাসার দুই কিশোরী কাজের মেয়ের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে। তাদের শুধু লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েই ক্ষান্ত হয়নি। ছুরিতে তেল লাগিয়ে তা গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছে। গায়ে ঢেলে দিয়েছে ভাতের গরম ফেন। তার নির্যাতনের খবর যাতে ফাঁস হয়ে না পড়ে এজন্য সহোদর ওই দু'গৃহপরিচারিকাকে ঘরে তালা দিয়ে আটকে রেখেছে মাসের পর মাস। গত শুক্রবার দুই মেয়েকে গ্রামের বাড়িতে বেড়াতে নিতে এসে সন্তানদের সারা শরীরে নির্যাতনের দগদগে ক্ষত চিহ্ন দেখে শিউরে উঠেছেন নিঃস্ব অসহায় মা। তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে কোনো সভ্য মানুষ কারো ওপর এমন নৃশংস নির্যাতন চালাতে পারে, তা কোনোভাবে মানতে পারছিলেন না মা কমলা বেগম।
দুই কিশোরীর শরীরের নির্যাতনের চিহ্ন দেখে অনেকটা আবেগপ্রবণ হয়েই তাদের নিয়ে যায়যায়দিন কার্যালয়ে ছুটে এসেছিলেন ডেমরার কুনিপাড়ার গৃহবধূ আফরোজা আকতার। নির্যাতনের শিকার গৃহপরিচারিকা রেখা (১৫) জানায়, বছর দেড়েক আগে সে ও তার ছোট বোন রেবা (১৩) কাজ নেয় আজিমপুর কলোনির ৪২/১/আই হোল্ডিংয়ের পঞ্চমতলার বাসিন্দা আনোয়ার হোসেনের বাসায়। সেখানে ক’দিন কাজ করার পর রেবাকে পাঠানো হয় আনোয়ার হোসেনের মেয়ে তানিয়া জাবিনের ১৬/এ আজিমপুর কলোনির বাসায়। রেবা জানায়, তরকারিতে ঠিকমতো লবণ দিতে না পারায় তানিয়া তাকে রুটি বানানো বেলুন দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতেও তার রাগ না মিটলে পরে ছুরিতে তেল মাখিয়ে তা চুলায় গরম করে ছ্যাঁকা দেয় রেবার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে। এতে রেবা শয্যাশায়ী হয়ে পড়লে তাকে মায়ের বাসায় রেখে সেখানে কর্মরত রেখাকে নিজের বাসায় নিয়ে যায় তানিয়া।
রেখা জানায়, ওই বাসায় কাজে যোগ দেয়ার পর দু’দিন না যেতেই তানিয়া তার ওপর নির্যাতন শুরু করে। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাকে মারধর করতো। এসব কথা যাতে সে কাউকে বলতে না পারে এজন্য তানিয়া কখনো বাড়ির বাইরে গেলে তাকে ঘরে তালা দিয়ে যেতো। রেখার ভাষ্য, মাস দু’য়েক আগে ভাত রান্নার সময় অসাবধানতাবশত ভাতের ফেন হাঁড়ি থেকে উথলে গ্যাসের চুলার ওপর পড়ে। এতে ক্ষেপে যায় তানিয়া। দামি চুলায় ভাতের ফেনের দাগ পড়ে গেছে, এ অজুহাতে রেখাকে বেধড়ক মারধর করে। ক্ষুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এতেও রাগ না মিটলে গরম ভাতের ফেন বাটিতে নিয়ে তা ঢেলে দেয় রেখার গায়ে। এতে তার কাঁধ থেকে পিঠ পর্যন্ত পুড়ে যায়। রেখা জানিয়েছে, পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ সময় সে চিকিৎসকদের জানায়, অসাবধানতাবশত রেখা নিজেই এ ঘটনা ঘটিয়েছে। রেখার অভিযোগ, সারা শরীরে ব্যান্ডেজ নিয়েই ২০ দিন তাকে বাসার সব কাজকর্ম করতে হয়েছে। এ সময়ও তাকে কয়েক দফা মারধর করা হয়েছে।
রেখার মা কমলা বেগম জানিয়েছেন, তার দুই মেয়েকে বরিশালের বাবুগঞ্জ থানাধীন চাঁদপাশা গ্রামের বাড়ি থেকে বছর দেড়েক আগে তানিয়ার চাচা সরোয়ার মেম্বার ঢাকায় নিয়ে আসেন। কমলার দাবি, তিনি দেড় বছরে কয়েক শতবার ফোন করেছেন। কিন্তু কখনো তাকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি। তানিয়া ও তার মা হোসনে আরা জানিয়েছে, ওরা ভালো আছে। ভালো-মন্দ খাচ্ছে, হাসিখুশি মুখে বাসায় কাজ করছে।
মাইয়্যাগো গ্রামে লইয়্যা গ্যালে কী খাইতে দিমু, এই ডরে হ্যাগো কোনোদিন বাড়িতে লইয়্যা যাই নাই। ভাবছি বড়লোকরা আমার মাইয়্যাগো ভালোই খাওয়াইতাছে। হ্যারা আমার মাইয়্যাগো এইড্যা কী করলো? এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কমলা বেগম। তিনি দাবি করেন, মানুষ নামধারী এসব পিশাচের যেন উপযুক্ত সাজা হয়। দারিদ্র্যের সুযোগ নিয়ে কেউ যাতে বাসার কাজের মেয়েদের ওপর এভাবে নির্যাতন চালাতে না পারে।
১১টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
অন্তর্দাহ
তোমার নীরবতা আজ মহাকালের মতোই ভারী,
তোমার চোখের গভীর অশ্রুধারা
আমার প্রতিটি শ্বাসে জীবন্ত এক অভিশাপ হয়ে জেগে থাকে।
তোমার হৃদয় ভাঙার শব্দ আমি শুনিনি,
তোমার ব্যথার সুর আমি বুঝিনি—
তোমার সেই বোবা যন্ত্রণাগুলো
আমার হৃদয়ের... ...বাকিটুকু পড়ুন
রাশিয়া-ইউক্রেন সংকট থেকে বাংলাদেশের জন্য যা শিক্ষণীয় - ভাবনা
চলমান রাশিয়া-ইউক্রেন সংকট বোঝার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে যাওয়া উচিত। ২০১৩ সালের শেষ দিকে ইউক্রেন পার্লামেন্টের ব্যাপক সমর্থন উপেক্ষা করে রাশিয়াপন্থী ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ যখন "[link|https://en.wikipedia.org/wiki/European_Union–Ukraine_Association_Agreement|ইউরোপিয়ান... ...বাকিটুকু পড়ুন
হাসনাতের বয়ানে সেনাবাহিনীর প্রস্তাব নিয়ে উত্তপ্ত রাজনীতি, সেনা সদরের অস্বীকার
হাসনাতের বয়ানে সেনাবাহিনীর প্রস্তাব নিয়ে উত্তপ্ত রাজনীতি, সেনা সদরের অস্বীকার
জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি দাবি করেছেন যে, সেনাবাহিনী আওয়ামী লীগের একটি 'সংশোধিত' অংশকে রাজনৈতিকভাবে... ...বাকিটুকু পড়ুন
তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলছলো....আমার দুঃখভোলা গানগুলিরে ......
মাঝে মাঝে আমার বুকের গহীনে এক ব্যথার নদী উথলে ওঠে। উথাল পাথাল ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ে। উত্তাল বেগে ধেয়ে এসে ভেঙ্গে খান খান হয়ে পড়ে বুকের মাঝে... ...বাকিটুকু পড়ুন
মাথা হালকা পোষ্ট!
কাটা তরমুজের ছবিটা দেবার বিশেষ মাজেজা আছে;
ইউটিউবে একজন কামেল বুজুর্গান পাকা সূমিষ্ট তরমুজ কেনার... ...বাকিটুকু পড়ুন