আচ্ছা, ওইটুকু ছোঁয়াতে তারা কি সুখ পায়??? শুধু এভাবে যাকে তাকে ছুঁয়ে দিয়েই কি তার জৈবিক চাহিদা মিটে যায়?? আমার ইচ্ছা করে সাথে সবসময় একটা ব্লেড বা ক্ষুর বা ছুরি রাখতে। যারা এভাবে ছুঁয়ে দিয়ে সুখ পেতে চায়, তাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দিতে। একদিন সত্যিই এই কাজটা করব আমি। আমার নিরাপত্তা আমাকেই তো দিতে হবে
সুত্রঃ ফেইস বুক থেকে--
==================================
ব্লগ ছাড়াও ফেইসবুকে অনেক গুরত্বপূর্ন লিখা পড়ে থাকি। কিছু কিছু লিখা পড়ে মন খারাপ হয়ে যায়। ফেইসবুকে এক বোনের এই লিখাটি পড়ে ও মন খারাপ হয়ে গেল। বাংলাদেশের কর্মজীবি নারীরা ঘরের বাইরে কতটা অসহায়, কতটা নির্যাতনের শিকার হচ্ছেন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই।
এই বোনের মত আমিও বলতে চাই যে, সংসার চালানোর জন্য নারীরা ঘরের বাইরে কাজ করে অর্থ উপার্জন করে। চলার পথে যারা অসম্মান করে তাদেরকে শাস্তি দেয়া উচিত।