ছাত্রলীগকে ব্যান করার দরকার ছিলো শেখ সাহেবের; ১৯৭২ সালে শেখ সাহেব যদি ছাত্রলীগকে ব্যান করতেন, উনাকে জিয়ার নেতৃত্বে মিলিটারী এভাবে হত্যা করতে পারতো না, আজকে পড়ালেখায় আমরা কমপক্ষে ভারতের কাছাকাছি থাকতাম। মুক্তিযুদ্ধের পর, ছাত্রলীগ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ালেখাকে বিদায় করে দিয়ে, এগুলোকে তরুণ-তরুণীদের আড্ডার ক্লাবে পরিণত করেছিলো; এখন সেগুলো হচ্ছে "ফেইসবুক বিশ্ববিদ্যালয়"; নুরা আমাদের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির ছাত্র; আমাদের ব্লগার ঢাবিয়ানও আমাদের আমাদের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির ছাত্র (অনুমান )।
ছাত্রলীগকে আমি মনে রেখেছি "মুক্তিযোদ্ধা" হিসেবে; যেডফোর্সে ইপিআর, বেংগল ও আনসারের সাথে ১'টা ষ্টুডেন্ট প্লাটুন ছিলো; সেই প্লাটুনে ২২ জনেই ছিলো ছাত্রলীগের ছেলে, সবাই কলেজের ছাত্র: নিজামপুর কলেজ, সিটি কলেজ, নাজিরহাট কলেজ, চিটাগং কলেজের ছাত্র; সবাই গ্রামের সাধারণ পরিবারের ছেলে।
যুদ্ধে এই প্লাটুন থেকে ৫ জন শীদ হয়েছিলেন, তার মাঝে ৩ জনেই ছিলেন ছাত্রলীগের ছেলে।
ছাত্রলীগ ছিলো বাংগালী জাতীয়তাবাদের সিম্বল; ছাত্র ইউনিয়নও ছিলো বাংগালী জাতীয়তাবাদের সিম্বল। তখন ছাত্রদের আরেকটি দল ছিলো ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘও ( আজকের শিবির ), আমাদের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে পাকিস্তানের মিলিশিয়া বাহিনীর অংশ হিসেবে (রাজাকার ও আলবদর )।
ছাত্রলীগ ব্যান খেয়েছে, ভালো হয়েছে; কিন্তু রগকাটারা কেমন আছে?
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫০