পদ্মাসেতু একটি প্রয়োজনীয় ইনফ্রাষ্ট্রাকচার, ইহা স্বাভাবিকভাবেই কিছু অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে; তবে, ইহা কোন বিশেষ অর্থনৈতিক প্রজেক্টের অংশ নয়, ইহা দেশের দ: পশ্চিম অংশের সাথে সাধারণভাবে দ্রুত যোগাযোগের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। বরং, সামর্থ ও উপায় থাকার পরও এতদিন এই সেতুটি না'করা ছিলো বেকুবীর সামিল। এই সেতু নিয়ে মানুষ অনেক বেশী উৎসাহী, কারণ সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না, মানুষ কিছু দেখছে না। মানুষের সাথে সাথে উৎসাহী হয়ে উঠেছে প্রাইম মিনিষ্টারের এডভাইজার সালমান দরবেশ সাহেব; তিনি কয়েক ডিগ্রি উপরে উঠে গেছেন, বলেছেন যে, মানুষের উৎসাহ দেখে, উনারা আরো একটি সেতু করার কথা ভাবছেন! দরবেশ বাবা মাফ চাই, আরেকটার দরকার নেই!
আপনারা কি কি অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা দেখছেন? আমি দেখছি, (১) জমির দাম বাড়বে, যা চাষীদের উপর বিরুপ প্রভাব ফেলবে (২) কুয়াকাটা ও সুন্দরবন অভিমুখী ভ্রমণ বাড়বে (৩) কয়েকটা রিজোর্ট হবে (৪) স্হানীয় এলাকায় মাছ, সবজি ও ফল ইত্যাদির দাম বাড়বে (৫) কিছু ছিটেফোটা কলকারখানা হবে হয়তো (৬) জাহাজ ভাংগার ২/১ টা প্রজেক্ট হবে (৭) স্হানীয়দের ডিমান্ড অনুসারে সার, সিমেন্ট ও রডের কারখানা হতে পারে।
সেতুর পশ্চিম পারে কোন ইন্ডা্ট্রিয়েল জোন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না; খুলনা যেখানে মার খেয়েছে, সেখানে নতুন কোন ইন্ডাষ্ট্রিয়েল জোন কেন হবে? বিশেষ করে ঐ এলাকায় কোন স্পেশাল কাঁচামাল নেই; বরং ১৫/২০ বছর পর, পশ্চিম তীর বৈরী জলবায়ুর শিকার হওয়ার খুবই সম্ভাবনা।
যাক, আপনারা যদি নতুন কোন সম্ভাবনা দেখেন, জানাবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ রাত ১২:৪৬