

রিং চিপস
বোম্বে সুইটসের রিং চিপস।ছোটবেলার প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম ।এখনও মাঝে মধ্যে চোখে পড়লে কেনা হয় , কিন্তু আফসোস প্যাকেটের ৫০% বাতাসে ভরা থাকে এখন ।
বস্তা আইসক্রিম
স্কুলের টিফিন ছুটিতে দৌড়-ঝাপ করে প্রচণ্ড ঘেমে-নেয়ে যে জিনিসটির আশ্রয় নিতাম তা হল বস্তা আইসক্রিম । এটি এখন আর তেমন দেখা যায় না ।১৫০০ মিটার দৌড়ে অংশ নিলে এইটা মুখে নিয়া দৌড়াইতাম
বার্মিজ আঁচার
এ জিনিসটার প্রতিও ভালই লোভ ছিলএবং এখনও খাই

কটকটি
এই জিনিসটা দুই-একবার ছাড়া খুব বেশি একটা খাওয়া হয় নি । ভাংগা টিনের টুকরা ,পুরানো পেপারের বিনিময়ে পাওয়া যেত ।
নসিলা
ছোটবেলায় অসম্ভব প্রিয় ছিল নসিলা ।মাঝে মাঝে ভাবতাম এক বসাতেই এক বয়াম শেষ করে ফেলব।একাডেমীতে সকালের ব্রেকফাস্টে নসিলা খেতে খেতে এখন নসিলা দেখলে বমি আসে.........
নসিলা শেষ হলে বয়ামটাকে গ্লাস হিসেবে ব্যবহার করা যেত, এখন অবশ্য সব প্লাস্টিকের জারে বিক্রি হয়

মিমি
যেটা সবচেয়ে বেশি খেতাম ঐটার নাম ছিল সম্ভবত আজিজ মিল্ক ক্যান্ডি ,আর নিচের ছবিটার টাও খাইতাম..।
তিলের খাজা
এখনও বিভিন্ন মেলায় পাওয়া যায় , তবে আগের স্বাদ আর নেই

সুইটবল বা টিকটিকির ডিম
মন্তব্য নিষ্প্রয়োজন
কিছু বাদ পড়লে মনে করাই দিয়েন,আপডেটিত হইবে

ছবির উৎস: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ রাত ১১:১১