




একটু পর একটা ডিজিটাল দোকান খুঁজে পেলাম


দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা এখানে ফটো থেকে ফটো ,স্ক্যান ,দেশ-বিদেশে ই-মেইল করা হয় ।
দোকানে গিয়ে বললাম ' ভাই, এই সার্টিফিকেট টা স্ক্যান কইরা মেইল করা লাগবে ।'
দোকানদার কইল , ই-মেইল কই করবেন ? দেশে না বিদেশে ?


শুইনাই তো টাস্কি খাইলাম

কইলাম' ভাই বিদেশে আলাদা রেট নাকি ? '
- হুম,বিদেশে করলে একটু বেশি ....
-তা ভাই, কত নিবেন ?
দোকানী কিছুক্ষণ হিসেব কইরা কইল ১৬০ টাকা দিয়েন ।
কিসু কইলাম না





হায়রে আমার ডিজিটাল দেশ



সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩