আযান সম্পর্কে একটি ভৌগলিক গবেষণার বর্ণণা:
★ ফজরের আযান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে
★ এরপরে আসে সুমাত্রায়
★ সেখান থেকে - মালোয়শিয়া
★ এরপরে - বাংলাদেশ
★ শ্রীলঙ্কা
★ ভারত
★ পাকিস্তান
★ আফগানিস্তান
★ ওমান
★ সৌদি আরব
★ কুয়েত
★ সংযুক্ত আরব আমিরাত
★ ইয়ামিন
★ ইরাক
★ ইরান
★ তুর্কি
★ তারাবিলস
★ লিবিয়া
★ আমেরিকা এবং আরও ইত্যাদি বাকি দেশে
চলতে থাকে।
এভাবে আযান ৯ ঘন্টা একাধারে চলতে থাকে
এরপরে আবার ইনদোনেশিয়ায় ফিরে আসে, যখন
জোহরের ওয়াক্ত হয়। এই পদ্ধতিতেই ৫ ওয়াক্তে
সারা পৃথিবীতে আযান ঘুরতে থাকে।
দেখবেন আমাদের দেশের এক জেলার
সাথে অপর জেলার ৩-৪-৫ মিনিট করে ব্যাবধান
রয়েছে এভাবে সারা পৃথিবীতে এক দেশ থেকে
আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা
আযান চলছে। আলহামদুলিল্লাহ এই পর্যালোচনা থেকে প্রমাণিত হয় যে এই পৃথিবীর একটি সেকেন্ড
একটি মুহুর্তও আযান ব্যাতীত অতিক্রম হয় না।
অর্থাৎ প্রতি মুহুর্তেই পৃথিবীর কোথাও না কোথাও আযানের ধ্বনী চলছেই। আল্লাহু আকবার।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ সকাল ৮:০৫