মঙ্গলবার সকাল ১০:৩০ কি ১১ টা, সবকিছু ঠিকঠাক চলছিল। নাঙ্গলকোট উপজেলার ব্যবসায়িক কেন্দ্র বাঙ্গড্ডা বাজারের বটতলা জামে মসজিদের নির্মাণ কাজ চলছে।হঠাৎ করে শিল্পপতি বেশে এক দানবীরের আগমন। মসজিদের নির্মাণ কাযর্ক্রম দেখা শুনা করে সমবেত লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন মসজিদ কমিটির লোকজনকে ডাকার জন্য।সবাইকে জড়ো করে বিসমিল্লাহ সুইটসে বসে সকলের জন্য চায়ের অর্ডার করলেন।
এবার ভীড় ভীড় করে বলতে লাগলেন, আমার নাম আলম। মৌকারা বড় বাড়ী, আমি এই মসজিদ নির্মাণে আগামী রবিবার ত্রিশ লাখ টাকা দিব।মসজিদ কমিটিকে তার বাড়ীতে নিমন্ত্রণ করলেন। বাড়ীতে বিরাট আয়োজনের কথা জানালেন। দোকানের বিল পরিশোধ করে বাজারের এক ব্যবসায়ীকে নিয়ে ছুটলেন মুদি বাজার করার জন্য। বাজারের স্বনামধন্য মুদি ব্যবসায়ীর নিকট তার বাজারের তালিকা দিলেন। তালিকা দেখে ব্যবসায়ী তো হতবাক প্রায় এক লক্ষ টাকার উপরে বাজার মূল্য !!!
তথাকথিত, দানবীর আলম তড়িঘড়ি করে মুদি দোকানীকে বলে আমায় পনের হাজার টাকা দিন আমি কাঁচা বাজার নিয়ে আসি ?
দোকানি এগার হাজার টাকা দিলেন।
এরপর ঘন্টা পর ঘন্টা অতিবাহিত হল সেই শিল্পপতি দানবীরের হদিস পাওয়া গেল না।
এভাবে প্রতিনিয়তই বিভিন্নজন বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে …..
সুতারাং, সাবধান!
মনে রাখবেন, সতর্কতা চিকিৎসার চাইতেও উত্তম।
সতর্ক থাকুন! চোখ কান খোলা রাখুন ..
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন।
(সংগৃহীত )
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ রাত ১০:১৬