somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরআন ও হাদিসের আলোকে গুরুত্ব পূর্ণ কিছু দোয়া ।

২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১/ উচ্চারণ –রাব্বানা লা তুআখিজনা ইন্না সিনা আও আখ ত্বা’না। রাব্বানা ওয়ালা তাহ‌মিল‍্ আ’লাইনা ইসরান কামা হামাল্তাহু আ’লাল্লাযিনা মিন্ ক্বাবলিনা। রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা-লা- ত্বা ক্বাতালানা বিহ্ । ওয়া’ফু আন্না, ওয়াগ্বফির লানা, ওয়ার্ হামনা, আন্তা মাওলা-না ফানসুরনা আ’লাল্ ক্বাওমিল্ কাফিরিন। (সুরা বাক্বারা, আয়াত -২৮৬)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব, ভুল বা ত্রুটির জন্য পাকড়াও করবেন না; হে রব! পুর্ববর্তীদের ন্যায় আমাদের উপর বোঝা দেবেন না; হে আমাদের রব! আমাদের ক্ষমতার বাইরে কোন গুরুভার আমাদের উপর দেবেন না।আমাদের পাপ মোচন করুন, ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনীই আমাদের একমাত্র অভিভাবক, কাফেরদের উপর আমাদেরকে বিজয়ী করুন।



২/ উচ্চারণঃ ইহদিনাস সিরাত্বাল মুসতাক্বীম। সিরাত্বাল্লাযিনা আন-আ’মতা আ’লাইহিম। গ্বাইরিল মাগ্বদু বি আ’লাইহিম ওয়ালাদ দ্বোয়াল্লিন। (সুরা ফাতিহা, আয়াত -৫-৭)



বঙ্গানুবাদঃ তুমি আমাদের সরল ও সহজ পথ দেখাও। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ। তাদের পথ নয় (যারা) অভিশপ্ত ও পথহারা হয়েছে।





৩/ উচ্চারণঃ রাব্বানা ওয়াজআ’লনা মুসলিমাইনি লাকা ওয়ামিন‌্ যুর্ রিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্ লাকা ওয়া আরিনা মানা সিকানা ওয়াতুব্ আ’লাইনা, ইন্নাকা আনতাত্তাওয়াবুর রাহিম। (সুরা বাক্বারা, আয়াত -১২৭)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদেরকে আপনার অনুগত বানান। আমাদের বংশে একটি মুসলিম উম্মত করুন, শিখিয়ে দিন হজ্বের আহকাম এবং ক্ষমা করে দিন। আপনি তো ক্ষমাশীল ও দয়ালু।



৪/ উচ্চারণঃ রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাঁও ওয়াফিল আখিরাতি হাসানাতাঁও ওয়াক্বিনা আ’যাবান্নার। (সুরা বাক্বারা, আয়াত -২০১)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! দুনিয়াতে আমাদের জন্য কল্যান করুন। পরকালেও কল্যান দান করুন। আর দোযখের শাস্তি হলে বাঁচান।



৫/ উচ্চারণঃ রাব্বানা আফরিগ্ আ’লাইনা সোয়াবরাঁও ওয়াসাব্বিত আক্বদামানা ওয়ানসুরনা আ’লাল ক্বাওমিল ক্বাফিরিন। (সুরা বাক্বারা, আয়াত -২৫০)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদের ধৈর্য দিন, আমাদের পা অটল রাখুন এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।

উচ্চারনঃ রাব্বানা লা তুযিগ ক্বুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়াহাবলানা মিল্লদুনকা রাহমাতান, ইন্নাকা আন’তাল ওয়াহ্হাব। (সুরা আল ইমরান, আয়াত -০৮)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! হেদায়েত দানের পর আমাদের অন্তরকে বাকা করবেন না। আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। আপনিই তো দাতা।

৬/উচ্চারণঃ রাব্বানাগ্বফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াছাব্বিত আক্বদামানা ওয়ানসুরনা আ’লাল ক্বাওমিল্ কাফিরিন। (সুরা আল ইমরান, আয়াত -১৪৭)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদের পাপরাশি ও কাজের সীমা লংঘনকে ক্ষমা করে দিন। আমাদের পা দৃঢ় করুন ও কাফেরদের মোকাবেলায় সাহায্য করুন।

৭/উচ্চারণঃ রাব্বানা ফাগ্বফির লানা যুনুবানা ওয়াকাফ্ফির আ’ন্না সায়্যিআতিনা ওয়াতাওয়াফ্ফানা মাআ’ল আবরার। (সুরা আল ইমরান, আয়াত -১৯৩)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদের পাপ ক্ষমা করুন, দোষ ত্রুটি মিটিয়ে দিন আর নেককারদের সংগে মৃত্যু দিন।

৮/ উচ্চারণঃ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ্বফিরলানা ওয়াতার হামনা লানা কু-নান্না মিনাল খাসিরিন। (সুরা আল আরাফ, আয়াত -২৩)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। ‍যদি আপনি ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্থ্য হবো।

৯/ উচ্চারণঃ রাব্বানা আফরিগ আ’লাইনা ছাবরাঁও ওয়াতা ওয়াফ্ফানা মুসলিমিন। (সুরা আল আরাফ, আয়াত -১২৬)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদের কে ধৈর্য দিন, এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।



১০/ উচ্চারণঃ আন্ তা ওয়ালিইয়্যুনা ফাগ্বফিরলানা ওয়ার্ হামনা ওয়াআনতা খাইরুল গ্বাফিরিন। (সুরা আল আরাফ, আয়াত -১৫৫)

বঙ্গানুবাদঃ আপনিই আমাদের অভিবাবক, কাজেই আমাদেরকে ক্ষমা করুন এবং দয়া করুন। আপনিই শ্রেষ্ঠ ক্ষমাশীল।

১১/উচ্চারণঃ রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছাগিরা ।(সুরা বনি ইসরাইল, আয়াত -২৪)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! তারা শৈশবে আমাকে যেরুপ প্রতিপালন করেছে, তুমিও তাদের প্রতি অনুরুপ কর ।



১২/ উচ্চারণঃ রাব্বানা আতিনা মিল্লদুনকা রাহমাতাঁও ওয়া হায়্যি’লানা মিন আমরিনা রাশাদা।(সুরা কাহাফ, আয়াত -১০)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! তুমি নিজ হাতে আমাদের অনুগ্রহ দান কর এবং আমাদের কাজকর্ম সুপথে পরিচালিত কর।

/উচ্চারণঃ রাব্বানা আতমিম্ লানা নু-রানা ওয়াগফিরলানা, ইন্নাকা আ’লা কুল্লি শাইয়্যিন ক্বাদির । (সুরা তাহরীম, আয়াত -৮)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদের জ্যোতিকে পূর্ণত্ব দান কর এবং আমাদের ক্ষমা কর, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান

উচ্চারণঃ রাব্বিগফির ওয়ারহাম্ ওয়া আন্ তা খাইরুর রাহিমিন। (সুরা মু’মিনুন, আয়াত -১১৮)

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! ক্ষমা কর, দয়া কর, দয়ালুদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ দয়ালু ।



উচ্চারণঃ আন্নি মাস্সানিয়াদ্ দুর্রু, ওয়াআন্তা আরহামুর রাহিমিন ।(সুরা আম্বিয়া, আয়াত -৮৩)

বঙ্গানুবাদঃ আমাকে রোগ যন্ত্রনা স্পর্শ করেছে, এবং তুমিই দয়ালুদের মধ্যে সর্ব শ্রেষ্ট দয়ালু।

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আন্ তা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজযোয়ালিমিন।(সুরা আম্বিয়া, আয়াত -৮৭)

বঙ্গানুবাদঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি পবিত্র ও মহান। নিশ্চই আমি অত্যাচারীদের অন্তর্গত।



উচ্চারণঃ রাব্বি লা তাযারনি ফারদাঁও ওয়া আন্ তা খাইরুল ওয়া-রিছিন। (সুরা ,আম্বিয়া আয়াত -৮৯)

বঙ্গানুবাদঃ হে আমার রব! আমাকে একাকী রেখো না। তুমিই শ্রেষ্ঠতম মালিকানার উত্তরাধিকারী।



উচ্চারণঃ রাব্বি হাবলি মিনাস ছোয়ালিহীন।(সুরা,ছাফ্ফাত আয়াত ১০০)

বঙ্গানুবাদঃ হে আমার রব! নেককার সন্তান দাও।

উচ্চারণঃ রাব্বানাস রিফ আ’ন্না আ’যাবা জাহান্নামা ইন্না আ‘যাবাহা কানা গ্বারামা।

বঙ্গানুবাদঃ হে আমার রব! আমাদের হতে জাহান্নামের শাস্তি নিবৃত্ত কর।

উচ্চারণঃ রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়াযুর্ররিয়্যাতিনা ক্বুর্ররাতা আ’ইউনিউ ওয়াজ্আ’লনা লিলমুত্তাক্বিনা ঈমামা।

বঙ্গানুবাদঃ হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের জন্য নয়নপ্রীতিকর কর এবং আমাদের সংযমীদের আদর্শ স্বরুপ কর। (সুরা ,ফুরক্বান আয়াত -৬৫ ও ৭৪)



উচ্চারণঃ আন্ তা ওয়ালিয়্যি ফিদ্দুনইয়া ওয়াল আখিরাতি, তাওয়াফানি মুসলিমাঁও, ওয়া আল হিক্বনী বিছ্ছালিহীন। (সুরা ইউসুফ, আয়াত -১০১)

বঙ্গানুবাদঃ তুমিই ইহকাল ও পরকালে আমার অভিভাবক, তুমি আমাকে মুসলমান(আত্নসমর্পনকারী) রুপে মৃত্যু দিও এবং সৎকর্মশীলগনের অন্তর্ভুক্ত কর।



উচ্চারণঃ রাব্বিশ রাহলী ছাদরী। ওয়াইয়াছ্ছিরলী আমরী। ওয়াহলুল উ’ক্বদাতাম্মিল্লিসানি। ইয়াফ ক্বাহু ক্বাউলী। (সুরা ত্বোয়া হা, আয়াত -২৫থেকে ২৮)

বঙ্গানুবাদঃ হে আমার রব! আমার হৃদয় প্রশস্থ কর। এবং আমার কাজ সহজ করে দাও। আমার জিহবার জড়তা দুর করে দাও। যাতে আমার কথা ওরা বুঝতে পারে।

উচ্চারণঃ রাব্বি যিদনী ই’লমা। (সুরা ত্বোয়া হা, আয়াত -১১৪)

বঙ্গানুবাদঃ হে আমার রব আমার Ávvvvvনের বৃদ্ধি সাধন কর।

উচ্চারণঃ রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়াইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল ‍মাসির। রাব্বানা লা তাজআ’লনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফিরলানা রাব্বানা, ইন্নাতা আন্ তাল আজীজুল হাকিম। (সুরা মুমতাহিনা, আয়াত -৪-৫)

বঙ্গানুবাদঃ হে আমার রব! আমরা তো তোমারই উপর নির্ভর করছি এবং তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট । হে আমার রব! তুমি আমাদের অবিশ্বাসীদের পীড়নের পাত্র করো না, হে আমার রব! তুমি আমাদের ক্ষমা কর, তুমি তো মহাপরাক্রান্ত, বিÁvvvvvনময় ।

উচ্চারণঃ রাব্বিজ্ আ’লনি মুক্বি-মাছ ছালাতি ওয়া মিন যুররিয়্যাতি- রাব্বানা ওয়া তাক্বাব্বাল‌্ দুআ’-য়ি। রাব্বানাগফিরলি-ওয়ালিওয়া-লিদাইয়্যা ওয়া লিলমু’মিনি-না ইয়াওমা ইয়াক্বু-মুল হিসাব । (সুরা ইবরাহীম, আয়াত -৪০-৪১)

বঙ্গানুবাদঃ হে আমার রব! আমাকে নামাজ কায়েমকারী কর এবং আমার বংশধরকেও, আয় রাব্ব! কবুল কর আমার দোয়া’ । হে আমার রব! আমাকে ক্ষমা কর, আমার পিতামাতা ও সকল মুসলমোনকেও হিসাব গ্রহণ দিবসে ।

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফছি যুলমান কাছিরাঁও ওয়ালা ইয়াগ্বফিরুয্যুনুবা ইল্লা আন্ তা ফাগ্বফিরলি ‍মাগ্বফিরাতাম মিন ই’নদিকা ওয়ার হামনি ইন্নাকা আন্ তাল গাফুরুর রাহীম।



বঙ্গানুবাদঃ হে আল্লাহ! আমি ‍আমার উপরে বড় জুলুম করেছি এবং তুমি ছাড়া এমন কেউ নেই, যে গোনাহ মাফ করতে পারে। অত এব আমাকে তোমার খাস মাগ্বফেরাত দান করো এবং আমার উপর রহম করো। অবশ্যই তুমি ক্ষমাশীল ও দয়ালু।

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আয়ু’যুবিকা মিন্ আ’যা-বিজাহান্নামা ওয়া মিন‌্ আ’যা-বিল ক্বাবরি ওয়া আয়ু’যুবিকা মিন্ ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল, ওয়া আয়ু’যুবিকা মিন‌্ ফিতনাতিল মাহ্ইয়া ও ওয়াল্ মামা-তি আল্লাহুম্মা ইন্নি আয়ু’যুবিকা মিনাল্ মাছামি ওয়াল্ মাগরাম ।

বঙ্গানুবাদঃ আয় আল্লাহ! আমি তোমার পানাহ্ (আশ্রয়) চাই জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে, পানাহ্ চাই মাসীহে দাজ্জালের ফেৎনাrrrrrrr থেকে, পানাহ্ চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে ।হে আল্লাহ্! আমি পানাহ্ চাই গুনাহ্ থেকে এবং প্রাণান্তকর ঋণ থেকে ।

উচ্চারণঃ আল্লাহুম্মা আয়ি’ন্নি আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ই’বাদাতিক্ ।

বঙ্গানুবাদঃ হে আল্লাহ- তুমি আমার মদদ কর যেন আমি তোমার শোকর আদায় করতে পারি এবং ভালভাবে তোমার বন্দেগী করতে পারি।

উচ্চারণঃ আল্লাহুম্মাহ দিনী ফি মান হাদাইতা, ওআ’ফিনি ফিমান আ’ফাইতা, ওয়াতাওল্লানী ফি মান্ তাওয়াল্লাইতা, ওয়াবারিকলী ফী মা আ’ত্বাইতা, ওয়াক্বিনী শ্বাররা মা- ক্বাদ্বাইতা ফাইন্নাকা তাক্বদ্বি ওয়ালা ইউক্বদ্বা আ’লাইকা, ইন্নাহু লা- ইয়াযিল্লু মান্ ওয়ালাইতা, ওয়ালা ইয়াই’য্যু মান- আ’দাইতা, তাবা-রাকতা রাব্বানা ওয়াতাআ’লাইতা,ওয়াসাল্লাল্লাহু আ’লান্নাবীয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লিম।



বঙ্গানুবাদঃ আয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করে হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে শামিল কর। তুমি আমাকে স্বচ্ছলতা দান করে স্বচ্ছল ব্যাক্তিদের মধ্যে শামিল কর। তুমি আমার অভিভাবকত্ব গ্রহন করে তাদের মধ্যে শামিল কর যাদের তুমি অভিভাবক হয়েছ। তুমি আমাকে যা দিয়েছ তার মধ্যে বরকত দাও। তুমি আমাকে ঐ অনিষ্ট থেকে রক্ষা কর যার তুমি ফায়সালা করেছ। কারন তুমি ই ফায়সালা কারী এবং তোমার উপর কারও ফায়সালা কার্যকর হয়না। তুমি যার অভিভাবকত্ব কর তাকে কেহ লাঞ্চিত করতে পারে না এবং সে কখনোও সম্মান পেতে পারে না যাকে তুমি তোমার দুশমন বানিয়েছ। তুমি খুবই বরকত ওয়ালা। হে আমার রব! সু-উচ্চ ও সুমহান, দরুদ ও সালাম বর্ষিত হউক নবীর (সাঃ)উপর ও তাঁর বংশধরদের উপর।

উচ্চারণঃ আল্লাহুম্মাগ্বফিরলী ওয়ার হামনী ওয়াহদিনী ওয়াআ’ফিনী ওয়ার যুক্বনী।

বঙ্গানুবাদঃ হে আল্লাহ আমাকে মাফ কর, আমার উপর রহম কর, আমাকে পথ দেখাও, আমাকে সচ্ছলতা দান কর এবং আমাকে রুজি দান কর।

উচ্চারণঃ আল্লাহুম্মাগফির লিহায়্যিনা ওয়া মায়্যিতিনা ওয়া শা-হিদিনা ওয়া গ্বা-ইবিনা ওয়া ছাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া ঊনসানা। আল্লাহুম্মা মান্ আহ্ ইয়াইতাহু মিন্না ফাআহ্ ইহি আ’লাল ঈমান।ওয়ামান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আ’লাল ঈমান।

বঙ্গানুবাদঃ হে আল্লাহ আমাদের জীবিত, আমাদের মৃত, আমাদের মধ্যে উপস্থিত ও অনুপস্থিত, আমাদের ছোট ও বড়, আমাদের পুরুষ ও নারী সকলের গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ তুমি যাদেরকে জীবিত রেখেছ তাদেরকে ইসলামের উপর রাখ। তুমি যাদের মৃত্যু দাও তাদের ঈমানের সাথে মৃত্যু দাও।

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকাল হুদা ওয়াত তুক্বা ওয়াল আ’ফা-ফা ওয়াল গিনা ।

বঙ্গানুবাদঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট হেদায়েত ও তাকওয়া চাই এবং চাই সংযম, পবিত্রতা ও মুখাপেক্ষীহীনতা ।

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আয়ু’যুবিকা মিনাল‌্ হাম্মি ওয়াল‌্ হুযনি ওয়াল্ আ’জযি ওয়াল‌্ কাসলি ওয়াল‌্ জুবনি ওয়াল‌্ বুখলি ওয়া দ্বলয়ি’দ্দাইনি ওয়া গালাবাতির রিজাল ।

বঙ্গানুবাদঃ হে আল্লাহ্! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃশ্চিন্তা, পেরেশানী, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋনের বোঝা ও লোকজনের(অন্যায়) আধিপত্য থেকে ।

উচ্চারণঃ ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীস ।

বঙ্গানুবাদঃ হে চিরঞ্জীব সর্বসত্তার ধারক! আমি আপনার রহমতের Dসিলা দিয়ে আপনার নিকটই সাহায্য প্রার্থনা করছি ।

উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলী যুনুবী ওয়া ওয়াস সি’লী ফি দা-রী ওয়া বা-রিকলী ফি রিযক্বী

বঙ্গানুবাদঃ হে আল্লাহ! আমার গুনাহ্ মাফ করে দিন,আমার ঘরে প্রাচুর্যতা দান করুন এবং আমার জীবনোপকরনের মধ্যে বরকত দিন
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:১৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ

লিখেছেন শাহ আজিজ, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪



বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×