খেলার মাঠে বল হাতে এক মুহুর্ত থমকে দিয়ে
গর্জে উঠা কাঙ্গালীর আত্ন চিৎকারে আরশ কাঁপে।
জানতে চাও? কতটা তোমায় ভালবেসে হচ্ছি খাঁটি ?
শুদ্ধ শুধু হতে চাইছি এই তোমাকে প্রথম দেখে।
বদলে যাওয়া আমার পথ, তুমি কি বল জানতে সে তা?
যেন বুকে ধরে তোমায়, কাঁদছে মাতা পরশ পেয়ে।
এই মাটিতে তোমার জন্ম, সোনার দেশের শুদ্ধ ছেলে,
ধন্য করেছ তুমি আমাকে, এই জীবনে তোমায় দেখে।
তোমার উপমায় যাহাই বলি, সবই যেন ক্ষুদ্র চর,
সাগর তুমি, যায় না ধরা ছোট দুটি হাতের মাঝে।
তোমার ছোঁয়ায় শুদ্ধ হল মুগদ্ধ জাতি,
এই মাটিকে বন্ধু তুমি, আবার শুদ্ধতা ছড়ালে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১