আবারও শত বছর পর
যদি সে আসে,
নাও বা যদি আসে-
কিছু কি থাকে না অক্ষয় এ পৃথিবীর বুকে?
কতশত কোটি বছরের হে ধরিত্রী
যে নিযুত কোটি বছরের নক্ষত্র হতে ছিন্ন তুমি,
কিছু কি তার তরঙ্গ, নেই তোমার?
জানি প্রতি ভোরে, সে ভালোবাসা নিয়েই
জানাও নমস্কার।
বেঁচে থাকি আমি, তুমি, আমরা-
হে সূর্য সন্তান, রক্তপ্রতিম চে
তোমার জন্য এ ভালোবাসা।