পৃথিবী একাকীত্ব পছন্দ করেনা প্রিয়তমা
বন্ধন খুঁজে শনি,মঙ্গল, বৃহস্পতিতে;
শূণ্যস্থানে নাকি প্রকৃতির বড় অনীহা
বায়ূপ্রবাহে পূরণ করে বায়ুমন্ডলের শূণ্যতা।
তোমারও কি একাকী লাগে?
তোমায়ও কি গ্রাস করে নেই নেই অনুভূতি?
হয়ত একাকীত্ব তোমার কাছে উপভোগের বস্তু
হয়ত সবই আছে তোমার, কিন্তু-
এই চেনা শহরে, দুপুরের রোদে, রাস্তা পারাপারে;
একটু কি অচেনা মনে হয়না শহরটা?
একটু কি একাকী লাগেনা নিজেকে?
মানুষগুলো সব জেগে উঠার আগে
শহুরে কাকের ডাকে
যদি ঘুম ভাঙ্গে তোমার, খেয়াল করে দেখো;
ভেতরটা কেমন ভরে গেছে শূণ্যতায়
নেই নেই অনুভূতিরা গ্রাস করেছে তোমায়।
চোখ কচলে দেখবে হয়ত, সবই আছে
ফোনের ওপাশে সেও আছে
কোথাকার কোন সূতোটা যেন ছিঁড়ে গেছে শুধু।
কখনোই ভালোবাসোনি বলে
কিংবা
একটুখানি ভালোবেসেছিলে তাই
যদি মাথাচাড়া দিয়ে ওঠে অপরাধবোধ
ভেবে নিয়ো তবে- আমি নেই, ছিলাম না কখনো।
পৃথিবী একাকীত্ব পছন্দ করেনা প্রিয়তমা
বন্ধন খুঁজে শনি,মঙ্গল, বৃহস্পতিতে
শূণ্যস্থানে নাকি প্রকৃতির বড় অনীহা
বায়ূপ্রবাহে পূরণ করে বায়ুমন্ডলের শূণ্যতা;
আমার একাকীত্বে মাথাব্যথা নেই পৃথিবীর
শূণ্যতায় পূর্ণ আমার আকাশ
বলছি না তবে ধরো হাত, করছিনা হা হুতাশ
নাহয় ভেবে নেবো আমি নেই, ছিলাম না কখনো
আর নিজেকে শেখাবো ভুলভাল ইতিহাস।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯