'শেষ যাত্রার চিঠি'
কী লিখে যাবো তোমায়?
মা আর শম্ভুটাকে’ই বা কী লেখা যায়?
তোমাকে কি দোষী করে যাবো?
শেষ প্রতিশোধ!
নাকি সাধারণ ‘সুইসাইড নোট’-
‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
শক্ত চোয়ালে রাতভর অপেক্ষা করি,
ভোরের যে ট্রেনটিতে চড়ে প্রতিবার বাড়ী যায়-
ওটার নিচেই হবে আমার কাল-যাত্রা!
ভোরের আলো ফোঁটে,
পৃথিবীকে শেষ বিদায় জানাতে দাড়ায় আমার প্রিয় জানালায়-
যেখানে ছোট্ট চৌকাঠে বিশাল এক আকাশ।
হৃদয় কাপিয়ে চলে যায় এক একটি ট্রেন।
হঠাৎ চোখে পড়ে ভোরের শুকতারা,
ওকে দেখে আর একদিন বাঁচতে ইচ্ছে হয়-
সেই ফাঁকে চলে যায় আমার বাড়ী ফেরার ট্রেন।
নতুন একটি দিনের অপেক্ষায়,
পড়ে থাকি এই আমি।
১৮ জুলাই ২০১৩
ভোর ৫ টা ৩৩ মিনিট