১
একদিন তাকে দেখেছিলাম নদীর বিকেল রং
গাছের নির্জন ছায়ার মত মায়াময় তার মুখ
একদিন তার হৃদয় জুড়ে ছিলো মিঠারোদ সূর্যের হাসি
বুকে হাত রেখে চোখ বন্ধ করে একদিন তাকে বলা যেতো
মেয়ে তোকে ভালবাসি ..ভালবাসি...
আজও তাকে দেখি সে আগের মত নেই
তার চলনে বলনে আর চাহনিতে উষ্ণ ইশারা
একটিও উপাদান নেই তার মাঝে যে তাকে ভালোবাসা যায়
আজও তাকে দেখি সে শুধু সবটাই ভোগের
সে শুধু রসময় নদী ঢেউ তোলে ঝড় তোলে
সে কাম সোহাগী পান।
২
তোমরা ভালোবাসা বোঝ খুব
ভালোবাসা ভোগের অসুখ
৩
তখন রাত রাতের শেষ প্রহর
শান্ত পৃথিবী ঘুমে নগর
তুমি এসছিলে পাশে বসছিলে
আমার ঘর সুভাসে ভাসে
আমার কষ্ট অনেক
একা থাকার ভীষণ কষ্ট
তুমি মাথায় হাত রেখেছো
মিষ্টি হাসিতে তোমার ঠোঁট
অপরাজিতা রংয়ের ফুল....
স্বপ্নটা ভেঙ্গে গেলো
কে বলল ছু!মন্তর!
৪
কবিতা কে তুমি প্রেমিকা?
কি হও
বউয়ের সতীন?
কবিতা ভাজ খোলো
পতাকা উড্ডীন।