আসমানী তারায় দোল খেতে খেতে
মনে পড়ে যায় নীরার কথা।
বৃষ্টিজলের চা হয়ে উঠে ব্ল্যাক ওয়াইন
মাথা ঝাঁকিয়ে আমি থামিয়ে দেই পৃথিবীর ঘূর্ণন গতি
নীরা হাসে-
কলকাতার রোদ্দুর তার চুল ছুঁয়ে উঠে যায় ওপারে
আহেরীটোলার পথে পথে পড়ে থাকে তার কথাসব
হেসে হেসে কেটে যায় হাঁটাপথ দুপুর
এই শহর হাসলে থেমে যায় নীরার নুপূর
আসমানী তারায় দোল খেতে খেতে
মনে পড়ে যায় বৃষ্টিজলের চা আর নীরার কথা।
_______________________
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০