১।
চোখ বন্ধ হলে দেখতে পাবে পৃথিবীর সেরা রঙের রাজ্য
সেই রাজ্য ধরে তুমি চলে যাবে এমনি একটা উদ্যানে, যেখানে তোমার সমস্ত প্রাপ্তি ঝুলে আছে।
এক-জীবনের সমস্ত চাওয়া তোমাকে ছুঁয়ে আছে। একপাশে ডাষ্টবিনে পড়ে আছে ব্যর্থ দুঃখ গুলো। ওদের ফিরে আসার কোন তাড়া নেই। আনন্দগুলো ছবির মতো ফ্রেমের জমিনে বন্দি। প্রেম শুয়ে আছে। শয়নের পাশবালিশের মতো জড়িয়ে নিলেই মিশে যাবে তোমাতে।
আর শয়ন পালঙ্কের নিচে অভাব লুকিয়ে আছে মাথা নিচু করে। আহত স্বরে ভুল গুলো কোরাস তুলছে।
চোখ বন্ধ করে আধাঁরে ডুবে থাক, দেখতে পাবে আরও অনেক কিছু। চোখ খুললেই পাপের গননা শুরু।
২।
যে অধরের ডুবে মাদকতায় ভেসেছিলাম,সে অধরে ঝুম ঝুম বৃষ্টি ছিল।অবিরত স্রোত ছিল।
পুনর্বার আর কারো অধরায় ডুবতে স্বাদ নেই
তাতে নষ্ট হয়ে যাবে তোমার সৌরভ।
বোকাদের কবিতা
তোমার পান্ডিত্য থাকুক তোমার কাছে-
আমি বোকারাম বুদ্ধু। আমাতে কোন বিনিময় নেই; মেধাশূন্য এক ষাড়
তোমার চারপাশে কৃত্রিম জল নকসা।
বুদ্ধিমানদের দুটি প্রিয় কাজ; মুখ বন্ধ করে রাখা নয়তো রুটিনমাফিক চলা;
বোকার জন্য রইল বৃথা তর্ক তোলা।
__________________________:::::::
রচনাকাল-
সুসং দূর্গাপুর_
কলেজরোড,