পর্ব- ০১
****************************************
সেদিন সন্ধ্যায় আকাশে চাঁদ ছিলোনা , মেঘ ছিলো না, জোস্না বিহিন আকাশটা বিবর্ন দেখাচ্ছিল। আমি তখন নদীর ধারে বসে আছি নিভৃতি নিঝুম।
সেলফোনে একটানা রিং বেজেই চলেছে ..........অচেনা নাম্বার তাই আমি রিসিভ করছিনা ।
আমার এই নদীর প্রান্তরে বসে থাকাটাই ভালো লাগছিলো; কিন্তু পারছিনা একটু পর পর বেজেই চলছে রিং।
শেষ পর্যন্ত রিসিভ করলাম.........
অপরিচিত কন্ঠ আপনি সকাল;
হ্যা
আপনি একটু আসতে পারবেন রজনীগন্ধ্যা ভিলায়!
কেন? আর আপনি কে ?
আমাকে আপনি চিনবেন না । তবে এটাই বলছি এখানে মমিও আছে !
মমি শব্দটা শুনেই আমার মনটা আতকে উঠলাম; ও কি করছে সেখানে
আমি একটানে বাইসাইকেলটা বের করেই ছুটলাম; পথ আজ আর ফুরাতে চায়না ।
তিয়াস মার্কেটের মোড়ে আসতেই আবার ফোন।
নাহ্ এখন রিসিভ করার মতে সময় নেই ১৫মিনিটের রাস্তা যেতে আমার সময় লাগলো ১৮ মিনিট ২৩ সেকেন্ড । ব্রেক কষতেই একটা আর্ত চিতকার শুনতে পেলাম ভেতর থেকে। আমার তো আত্নারাম খাচাছাড়া কি হলো !!
ভেতরে যাবো কিন্তু গেট বন্ধ পুরোনো আমলের রাজার তৈরি গেট; রাজা উইলকিংসন তেরি করেছিলেন লোহার গেট তার উপরে আবার কাটাতার । আমি কি করবো চিতকার টা ক্রমশই মিলিয়ে যাচ্ছে।
আর বাড়ছে আমার উতকন্ঠা । আমি হাতের ফোনটার দিকে তাকাতেই দেখি মমি'র মিসডকল ফোন দিতে গেলাম বন্দ ! ওহ!! ভাইব্রেশন মুডে দিলাম ফোনটা ।
আচমকা মনে হলো আরে পেছনে তো আরেকটা গেট আছে , আমি উর্ধশ্বাসে দৌড় লাগালাম সেই পুরোনো আমলের শিকলটায় দেখি পেঁচা বসে আসে আমাকে দেখে ডেকে উঠলো কর্কশ কন্ঠে। আমি ছোট গেটটায় গেলাম হাট করে খোলা ঢুকে পড়লাম
কিন্তু যা নজরে এলো আমার চোখ তো ঠিকরে বেড়িয়ে আসতে চাইলো
( চলবে ).....................
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ সকাল ১১:১৯