বিষন্নময়ী
--------------------------------
কি যেন হয়েছে আজ আমার
ক্ষনে ক্ষণে মন আমার বিষন্নতায় ছেয়ে যায়।
মনের পুরোনো আকাশ জুড়ে স্মৃতিরা হয় পূর্ভাসী
মনে পড়ে ,
সেই কবে ; দূর হতে কে যেন বলেছিলো; ভালবাসি
সেদিন পিছু তাকাইনি ,কোন বাক্য করিনি কর্ণপাত
শূন্য হাতে দিতে চাইনি দূঃখে আকাঁ কোন পদ্ম ফুল;
কিংবা বলতে চাইনি জমে থাকা মনের পারুস্য বাক্যটি
তাই আজ,
ক্ষণে ক্ষণে ধূমকেতুর ধুম্রজালে স্বপ্নভাঙ্গার অন্তরালে
চিন্তায় ডুব মন; কাটে মেঘময় রাত,
কেন সেদিন শিলাকুট্টক হয়ে কেউ আসেনি,
কেন পাষানীর দেয়ালে করেনি কেউ করাঘাত;
এক ইঞ্চি ভালোবাসার জন্য।
দিন বদলের স্মৃতিকক্ষে নিজেকে শিলোচ্চয় মনে হয়,
কেউবা ছুতে চেয়েও ; আমায় পাবার বাসনা করেও ,
পারেনি ঢালতে ভালবাসার গঙ্গাজল।
নাকি নিজেই ছিলেম কাঠখোট্টা !
আজ নিশাচর হয়ে কে যেন আখিতে স্বপ্ন বুনে দিতে চায় বারংবার।
নাহ্ তা -আর কি করে হয়;
সপেছি যে মনপ্রাণ দিয়েছি যে স’বি
হয়েছি অর্ধাঙ্গিনী যার।
কখনোবা,
প্রশ্নবানে জর্জরিত করি নিজেকেই;
মনেপড়ে পূরোনো কথা আমি তো নই আর স্বপ্নত্রয়ী ,
ভালোবাসার প্রত্যাশাপন্না তো ছিলেম না ;
তবে কেন আজ বিষন্নতায় ভেবে ভেবে ক্রমশই হচ্ছি বিষন্নময়ী।
-------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৩