জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া (ভূতপূর্ব নট্রামস), শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণামূলক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে দেশের সাচিবিক বিজ্ঞানের উন্নয়ন, প্রশিক্ষণ ও গবেষণার জন্য ‘‘জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী’’ সংক্ষেপে নট্রামস প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে প্রযুক্তির বিকাশ ও যুগের চাহিদার প্রেক্ষিতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার ২০০৫ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদে ১২ নং আইনের মাধ্যমে ভূতপর্ব “নট্রামস” বিলুপ্ত করে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী প্রতিষ্ঠা করে।
নেকটারের বর্তমান পরিচালক জনাব এস এম ফেরদৌস আলম, যুগ্ন সচিব,যিনি বর্তমান পদে যোগদান করেন ৩১-০৫-২০১৫খ্রি. আর এই অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশ তথা দেশের বাইরের আইসিটি বোদ্ধাদের নজর কেড়েছে।
ভিশন ও মিশন
ভিশন : দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অবদান ও আইসিটি অঙ্গনে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে আধুনিক কম্পিউটার প্রযুক্তি বিষয়ে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনা।
মিশন :
কম্পিউটার প্রযুক্তি বিষয়ে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনা করা এবং এ বিষয়ে জ্ঞানের উৎকর্ষ সাধন করা;
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের সিলেবাস নির্ধারণ, প্রশিক্ষণ পরিচালনা ও মূল্যায়ন করা;
শিক্ষা ও প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করা;
একাডেমী কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম অধ্যয়ন সম্পন্ন করিয়াছেন এমন ব্যক্তিদের মূল্যায়ন করা এবং ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদান করা;
একাডেমী কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ, পরীক্ষা অনুষ্ঠান, সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রদান ইত্যাদি খাতে ফি নির্ধারণ আদায়;
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে কম্পিউটার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা।
উন্নত ও যুগোপোযোগী সিলেবাসের ভিত্তিতে পাঠ দান ।
প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে :
সুবিশাল লাইব্রেরী, ব্যবহারিক ক্লাস করার জন্য রয়েছে ম্যান টু ম্যান পিসি । অত্যাধুনিক কন্ফারেন্স রুম । আধুনিক পরিচ্ছন্ন ক্যাফেটেরিয়া, ভি আইপি মানের হোস্টেল ( পুরুষ ) ও নারীদের জন্য রয়েছে মহিলা হোস্টেল । ক্লাসরুম ও হোস্টে্ল সর্বক্ষণিক ওয়াই ফাই সুবিধা। পরিশেষে বলা যায়- পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নিজেকে একুশ শতকের চ্যালেঞ্জ মুকাবেলায় যোগ্য করতে গড়ে তুলতে নেকটার তথা NATIONAL ACADEMY FOR COMPUTER TRAINING AND RESEARCH কোন বিকল্প নেই। “ নেকটারে প্রশিক্ষণ গ্রহণ করি, একুশ শতকের চ্যলেঞ্জ মুকাবেলায় নিজেকে প্রস্তুত করি ।” বিস্তারিত জানতে : http://nactar.gov.bd
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪