আমাদের যৌথ অনুভবের দেয়াল যেদিন ভেঙ্গে পরেছিল
বহুবার বলতে গিয়ে ফিরে আসা ঐ একটি কথায় এখনো বলা হয়নি,
বলা হয়নি কারণ ভালোবাসলে নাকি মুক্তির স্বাদ রহিত হয়।
বলা হয়নি কারণ তুলির আঁচড় না ফেলা এক কারুকাজের চোখের
মুগ্ধতা দেখে তোমার মুক্তির স্বাদ হরণ করে সমঝোতার সংবিধান প্রণয়নে রাজি হবে না কেউ,
বলা হয়নি কারণ তোমার পৌষ দুপুরের রৌদ্র মাখা দুহাতের সুখ সুখ অনুভবে মেঘের ছায়া ফেলতে রাজি হবে না কেউ,
বলা হয়নি কারণ তোমাকে ভুল বুঝে নিজেকে ক্ষত-বিক্ষত করতে রাজি হবে না কেঁউ,
ঐ একটা কথায় কখনো বলা হবে না, বলা হয়নি
যদি না তুমি চাও
ভাল ̶̶̶̶̶̶̶̶̶̶ ̶̶ বাসি ̶̶̶̶ ̶̶ থেকো।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯