জানতাম সহজ ছিলনা সেই সমীকরণ।
তবুও মন রেখেছিল সে আবদার।
আবার, আরো একটি বার আঁকড়ে ধরেছিলাম সেই হাত।
কেঁপেছিল বুকে,ঠোট আঁকড়ে ধরে মিথ্যাটাকেই সত্য বলে অনুধাবন করেছিলাম।
যেটুকু আমার নয় সেটুকুও আমার ভেবেছিলাম.........
ভুলের খাতায় ঠিকঠাকমত সব তুলে নিলে হয়তো পাবার সুত্র মিলে যাবেই তাতে।
পেয়েছিলাম সুত্রের মিল,
ঝিরঝিরে বৃষ্টিতে সন্ধ্যার আকাশেই ছিল সেই সমাধান।
তার আগে স্মৃতির পাতায় আরো কিছু স্মৃতি জমলো,
কষ্টের বুকে আরো কিছু কষ্ট চেপে বসলো,
সুখগুলোর ডানা হলো। অতঃপর ছেড়েছিলাম তার হাত।
এখন স্বরচিত শূন্যের এপারে এই আমি।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২