আমার ভেতরে এক তুষ্ট বালক আছে।
সে খুব অল্পে খুশি।
ভরাট চন্দ্র আর আকাশভরা তারা দেখেও খুশি,
আবার অমাবশ্যার ঘুটঘুটে আধারে জ্বলে ওঠা গুটি কয়েক জোনাকি দেখেও খুশি।
পাতাশুন্য বিশালদেহের ঐ নগ্ন গাছটিকে দেখে সে যে কী আনন্দ পায়!
সে আমাকে উপহাস করে,
আমার স্বপ্নগুলোকে খুন করে উল্লাসের মাতম করে,
মিথ্যা হাসি আমার ঠোটে ঝুলিয়ে সে পাগলের মতো কাদে।
যারা আমাকে ভালবাসে ও তাদের ভয় পায়।
আবার একটু ছুয়ে আদর করে ভালবাসার কথা বললেই সে বিগলিত হয়।
আমি আমার সেই তুষ্ট বালকটিকে খুব বেশি ভালবাসি।
দুঃখ আছে তোর কপালে........
পাল ছেড়া নৌকা নিয়ে আমাকে তোর আবেগের স্রোতে ভাসিয়ে নিলি।
প্রবাহমান আমি আমার সেই আমির সাথে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬