চোখে আধার নেমে এসেছে
ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ।
হৃদয় স্পন্দন বন্ধ হবার উপক্রম প্রায়।...
দেওয়াল ঘড়ির কাটাটা বন্ধ হয়ে গেছে।
জীবন যাত্রাকে এখানে শেষ করতে হবে।
তুমি কি আসবেনা আমায় বিদায় দিতে?
আমার আশ্রুজল কপল ছুঁয়ে আছে তোমার অপেক্ষায়,
তুমি কি আসবেনা আমায় বিদায় দিতে?
আমার দু নয়ন খোলা আছে তোমার প্রতিক্ষায়,
তুমি কি আসবেনা আমায় বিদায় দিতে?
হয়্তো আমার হৃদয়ের কোমল স্পন্দন ও ধুক ধুক আওয়ায করে তোমার-ই প্রহর গুনছে।
তুমিকি আসবে?
নাকি ভেবে নেবো এখোন ও বোঝনি আমার ভালোবাসা?
হ্যাঁ, কখোনো বলিনি তোমায় ভালোবাসি আজ ও বলবোনা।
শুধু না পাওয়ার ভয়তে।
তোমার কাছ থেকে না শোনার চেয়ে মনে মনে ভালোবাসা অনেক ভালো নই কি?
এত প্রশ্নের উত্তর কি বুকে নিয়ে ফিরতে হবে অজানা পথের উদ্দেশ্যে।
আর তো পারছিনা লিখতে।
সব চাওয়া যে পাওয়া হয়্না তা সত্য বটে।
তবে এ না পাওয়ার সুখ বুকে নিয়ে ফিরতে বেশি কষ্ট হচ্ছে না।
কলম আটকে যাচ্ছে খাতায়।
নিঃশ্বাস ঘন হয়ে এসেছে।
জানি তুমি আসবেনা, খুজবে, পাবেনা।
তবে তো এবার বিদায় নিতে হয়।
অনেক ভালো.........বা..... ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১