ফিরে দেখা......
যে বৃত্তটা আমার ছিল
বুঝতেই পারিনি তার কেন্দ্র হতে চেয়েছিলে তুমি।
আমারই কেবল হলো না অবকাশ সে দিকে ফিরে চাওয়ার।
যে রাজ্যে আমার বসবাস সেখানে তোমার উপস্থিতি আমি বুঝতেই চায়নি।
আমি চিনতেই পারিনি আমার উঠোন,
বৃত্তটাকে আমার।
শুধু তোমাই খুজে হন্য হয়েছি এপার থেকে ওপার।
নিঃশ্বাসে কি শীতল স্বস্তি ছিল তোমার
ডানাওয়ালা স্বপ্ন ছিল,
চোখের নিচে মায়া ছিল,
আলগে রাখার ইচ্ছা ছিল,
হারিয়ে ফেলার ভয়টা ও ছিল।
এসব ভেবেই কাটাতে তোমার বেলা
কেনো যে তুমি নিঃশব্দে ফিরে গেলে শূণ্যতা নিয়ে আর ধূসর অবহেলা।
নিজেই নষ্ট করেছি আমি আমার পূজার অর্ঘ্য।
তাই মিথ্যা রঙের ছটায় গড়াচ্ছি এখন কৃত্রিমতার স্বর্গ।
বিশ্বাস করো..
যে বৃত্তটা আমার
সেই বৃত্তটা তোমারও ছিল।
শুধু তোমার খোঁজেই
আমি হয়েছিলাম বৃত্তের বাইরে।
সে ছিলা আমার ব্যাখ্যার অতীত অক্ষমতা।
কী করে কোন দিব্যিতে আবার বলবো তোমাই মগ্ন হতে,
কীভাবে বলবো আবার প্রেরনার রঙে রাঙিয়ে দিতে,
কীভাবে বলবো হৃদয় পাশে বেধে নিতে,
বাহুডোরে ডেকে নিতে।
চাওয়া তো ছিল আমারও সেটাই
যা তুমিও চেয়েছিলে।
আসবে কী কখনও আবার
ভাববে নিজের করে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫