১। জীবন বড় অদ্ভূত রহস্য ময়, বেঁচে থাকার আগ অবধি পর্যন্ত
অজশ্র বার খোলস পাল্টিয়ে বিভিন্ন আকার ধারন করে সে
চিনা জানার মাঝেও অচেনার ভান ধরে
কখনও বা অচেনা গুলো চিরদিনের জন্য আপন হবার সুর তোলে।
২। অনেক সহজ লভ্য বিষয় বুঝিতে গিয়াও বোঝা হয়ে ওঠেনা
অনেক সময় আপন পড় চিনিতে গিয়াও চিনা হয়ে ওঠেনা
বোঝেনা নিজেকে মানুষ, তাই হয়রান সে প্রতি মুহূর্তে।
৩। এই পৃথিবীর প্রতি মায়া সৃষ্টি করিও না
তাতে কষ্ট ব্যতিত সুখ পাবেনা
যাহা সত্য তাহা গ্রহন করিবার মাঝেই প্রকৃত সুখ
মিথ্যে গুলো আকড়ে ধরার মাঝে যে সুখ উপলব্দি হয়
তা কাঁয়া ব্যতিত আর কিছুই নয়।