ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী, এই খুশী বয়ে যাবে সকলের মাঝে ধনী থেকে গরীব কেহ বাদ রবে না একই কাতারে দাড়িয়ে ঈদুল আযহার সালাত আদায় করে আল্লাহর রাজী খুশী-এর জন্য প্রত্যেক এর সামর্থ অনুযায়ী পশু কোরবান করে যথাসম্ভব গরীবের মাঝে বিলিয়ে দিবে।
কিন্তু হচ্ছে এর পুরো উল্টো, কেহ কেহ ফ্রীজ ভরে রেখেছে, কেহবা আবার ঈদের আগেই বাড়তি ফ্রীজ ক্রয় করে রেখেছে যাতে করে গোশত রক্ষনাবেক্ষনে কোন সমস্যা না হয়। গরীবের মাঝে বিলাচ্ছে না তানা, সমাজ আছে না তাহার চোখ লজ্জায় সামান্যতে গরীব বিদায় করে সন্তুষ্টি ভাব তুলে ধরতে ভুলছেনা।
এই হচ্ছে এই সমাজের রূপ যেখানে ভিক্ষার থলি শোভা পায় পথে ঘাটে, এটা যে সকলের জন্য লজ্জার তাহাই বা কজনার কর্ণপাতে আঘাত হানে।
যার নেই সে হারাচ্ছে, আর যার আছে সে লুটছে_এই তো এর রূপ, যা দেখিতেছি দু নয়নে
উৎসব অনুষ্ঠানে এরা লোক দেখানে সং সাজে, দান খয়রাতে নিজেকে বিলিয়ে ধন্য মনে করে।