আগামী ২৬ এপ্রিল ২০১৮, রোজ বৃহস্পতিবার। সরকারি চাকরিজীবি জন্য বিশেষ অফার। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে কোনো ভাবে অফিসে পৌছাতে পারলেই পাবেন বিশেষ ছুটির অফার! অফিসে গিয়ে হাজিরা কার্ড পান্স করলে অফিস হয়ে গেলো। এর গল্প ও চা দুপুরের খাবার তো বেশ বেজে গেলে বেলা তিনটা। এখন শুধু বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের ফোন কখন বের হচ্ছি অফিস থেকে, আমি তো এই বাসে কিংবা এই ট্রেনে বা লঞ্চে বাড়ি যাবো। তুই বের হবি নাকি?
হবো মানে তোর ভাবি কে সকালে পাঠালাম। আমি একা যাবে বলে। এভাবে বলতে বলতে অফিসের মাঠ ফাঁকা সন্ধ্যার পরে দেখা যাবে ঢাকার তিন চাকার রাস্তা ফাঁকা।
শুক্র শনি দুইদিন তো এমনিতেই ছুটি। রবিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। টানা তিনদিন ছুটি কাটিয়ে দিবেন আরামে। এমনিতে কাল বৈশাখীর মাস। যেকোন মুহুর্তে ঝড়বৃষ্টি হতে পারে। তাই রবিবার সকালে ঘুম থেকে উঠে অফিস বসকে ফোন দিবেন
হ্যালো বস, কেমন আছেন?
বস: ভালো। কোথায় আছেন?
বস, আমাদের এখানে খুব ঝড় হয়েছে। রাস্তায় গাছ ভেঙ্গে পড়েছে। আজ কোন গাড়ি কিংবা লঞ্চ যাচ্ছে না। বস অপনার কথার উপর ভিত্তি করে বলল ঠিক আছে।
বেড়াতে গিয়ে আপনি কোন ভাবে অসুস্থবোধ করছেন। মাথা ধরা, জ্বর জ্বরভাব, পেট ব্যথা। অসুস্থবোধ না করলেও অফিসে আপনার বউ ফোন করে জানিয়ে ওনার শরীরটা ভালো না। মেডিসিন দিয়েছি রাতে। অতচয় যিনি চাকরিতে যোগদান করবেন তার পেশার কিংবা ডায়বেটিক, প্রতিদিন রাতে ঔষধ সেবন করতে হয়। তার বউ সত্যি কথা বলল। ছুটি মঞ্জুর হলো । এবার তিনি চার দিন ছুটি কাটাচ্ছেন।
পহেলা মে ২০১৮, রোজ মঙ্গলবার শ্রমিক দিবসের ছুটি। বুধবার শব-ই বরাতের বন্ধ। চার দুয়ে ছয়। চলে এলো আবার বৃহস্পতিবার। বুধবার রাতে বসকে ফোন দিয়ে পারিবারিক আলাপ শুরু করবেন। বাসার সবার খোঁজ খবর নিবেন। বিশেষ করে তার ছেলে মেয়ের খবর বেশি নিবেন। তখন একপর্যায় বলবেন আপনার ছেলেমেয়ের কথা। যে আমার ছোট্ট বাবুটা একটু সমস্যা কাল সকালে… নিয়ে যাবো। কারণ এই ঝড় বৃষ্টিতে সাধারণত কম বেশি বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আপনার বস ছোট্ট বাবুর কথা শুনে বলল ঠিক আছে বাবুকে ডাক্তার দেখান তারপরে আসেন। ডাক্তার দেখানোর পরে বেলা ২-৩টা। এরপর ফোন করে বলবেন ডাক্তার দেখানো শেষ এখন কি আসবো? বস ঘড়ি কাটা দেখে বলবে থাক, আজ আসতে হবে না। পেয়ে গেলেন আপননি ঐ দিনের ছুটি।
পরের দিন শুক্র ও শনিবার বন্ধ। ৫ মে রবিবার আর কোনো উপায় নেই। অফিস করতেই হবে। সুতারং হয়ে গেলে ২০১৮ সালের আপনার
লম্বা এক ছুটি। ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লম্বা ছুটি। অনুগ্রহ পূর্বক এমন মিথ্যার ছুটি নিয়ে কেউ কাড়াকাড়ি করবেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮