কৃত্তিম অবিশ্বাস থেকে বলছি
আমি মোটেই তোমার প্রতিযোগী নই।
প্রত্যেক মানুষ তো একবারই জন্মায়!
বলতে পারো, কে কার মতো ?
কে কতটুকু অবিচল থাকতে পারে-
তার গন্তব্যে?
পরিবর্তনই কি সৃষ্টিশীলতার পূর্বশর্ত নয়?
ব্যবধান এর ফারাক টুকুকে হইতো মাপা যাবে না
হতে পারে রেলের পাশাপাশি দুটি লাইন।
জানি, আমি দরকার পড়ার মত
কোন কিছু হয়ে উঠতে পারি নি,
তারপরও ভেবনা, আমি তোমার কাছে আসিনা বলে
আমি নিজেকে অনেক বেশি কিছু মনে করি।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬