এ কি হলো!
দুরন্ত কিশোরপনা নাড়া দিচ্ছে কেনো
নিউরনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে!
আমার সব গোছালো চিন্তা হয়ে উঠছে এলোমেলো
নিষ্পাপ মায়াময়-
তোমার লোচন যুগল
আমার আমিত্বের আত্মাকে বেনোজলে ভাষিয়ে দিলো!
তুমি আমার কবিত্বের স্ফুরণ জাগিয়েছো ঠিক,
কিন্তু শুকনো পাতার মরমর শব্দ ছন্দময় হলেও সেতো বিরহবিধুর।
পরিচয় বহুদিনের নয়। অথচ, যেনো অনেক দিনের চেনা।
বেশি কিছু চাইনা তোমার থেকে,
দাবী করছিনে, তোমার সকল চিন্তায় আমার আধিপত্য।
কথা দিচ্ছি, একটু সুযোগ দিয়ে দেখো
আমার সকল চিন্তারা খুজে ফিরবে তোমার চিন্তাকে।
না দেওয়া গোলাপটি
থেকে গেছে , প্যান্টের পকেটের ভাঁজে ।
এ কি শুনিয়েছিলে তুমি !
একের পর এক !
মনে হচ্ছিলো , পাহাড়সম ভালোবাসা আছড়ে পড়ছে
নৈশব্দের গহীন থেকে
আগেই বলেছি-
অন্য অনেকের থেকে আলাদা আমি ,
সেটা তুমি কিভাবে নিয়েছো যানি না ।
আমি যতই আগাতে চাইছি
তুমি ততই ছিটকে পড়তে চাইছো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯