সংবাদপত্রের তিনটি খবর আজ বড্ড অবাক করল আমায়!
প্রথম খবর: "সরকার থেকে খাস কৃিষ জমি বরাদ্দ পেতে বিধবা কিংবা স্বামী পরিত্যক্ত নারীর ' সক্ষম প্রাপ্ত বয়স্ক পূত্র সন্তান' থাকতে হবে!"
বাংলাদেশ এমন এক দেশ, যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলের প্রধান একজন নারী, এমনকি মাননীয় স্পীকার পর্যন্ত একজন নারী । সেই দেশে নারীদের অবমাননা করার মত এমন নীতি গত ছাব্বিশ বছর ধরে চলে আসছে!
বাংলাদেশ কৃিষপ্রধান দেশ। ছোট বেলায় যখন খুব বেশি গ্রামে যাওয়া হত, তখন দেখতাম মহিলারা স্বামীর সাথে একসাথে বীজ বুনত, চারা তুলতো । ধান কেটে আনার পর ধান সেদ্ধ করা, শুকানো, ঠেকিতে পাড় দেয়ার কাজগুলো মহিলাদের একাই করতে দেখেছি । কৃিষকাজে তারা বলতে গেলে পুরুষদের থেকেও দক্ষ । সেই নারীদের ক্ষমতায়নের পরিপন্থী এমন একটি নীতি গত দুই যুগেরও বেশি সময় ধরে চলে আসছে!
ভূমি মন্ত্রণালয়ের উচ্চপদের কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন এটা নাকি নামেই আছে, প্রয়োগ নেই । অসহায় নারীদের তারা সাহায্য করেন । যে দেশে নিজের আখের গোছাতে নীতির তোয়াক্কা করা হয় না। সেদেশে নাকি নীতির বাইরে গিয়ে, নারীদের সাহায্যও করা হয়!!
হায় নারী! হায় নারী! !
দ্বিতীয় খবর: "দেশের প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভেদে 75% শিক্ষার্থী ভালোভাবে শিখছে না । থ্রি, ফোর এবং ফাইভের অধিকাংশই বাংলা ভালোভাবে পড়তে পারে না ।"
আমার ছোট ভাগ্নি কেজিতে পড়ে । বাংলার থেকে হিন্দিই বেশি বলে । আমি এটা নিয়ে চেচামেচি করছিলাম । আমার বোন শুনে বলল, 'বলুক না, একটা নতুন ভাষা শিখছে ।' আমি আর কিছু বললাম না । যাই হোক এসব পুরনো কথা।
অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ল খবরটা যখন পড়ছিলাম। আমি তখন প্রাইমারিতে পড়ি । কোন এক বিশেষ কারণে আমি বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার একটি মহিলা কলেজে গিয়েছিলাম । বাংলা ক্লাস চলছিল । আর আমি ওদের খাতা বই নেড়ে চেড়ে দেখছিলাম । কারো বইয়ের মধ্যে সালমান খান, কারো বইয়ে শাহরুখ খানের ভিউ কার্ড লুকানো ছিল । বাংলাদেশের রিয়াজ, ফেরদৌস ও ছিল । আমি এসব নিয়ে ঠাট্টা করছিলাম । যেহেতু শিক্ষিকা আমার পরিচিতা ছিলেন, তাই তারা আমাকে কিছুই বলতে সাহস পাচ্ছিল না । যাই হোক, পড়ানোর একপর্যায়ে শিক্ষিকা তাদের খাতায় প্রশ্নবোধক চিহ্ন আঁকতে বললেন । আমার বিস্ময় শতগুণ করে দিয়ে একজন শিক্ষার্থীও প্রশ্নবোধক চিহ্ন দিতে পারলো না । অথচ তারা প্রত্যেকেই ছিল ssc পাশ !
তৃতীয় খবর : "ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে গতকাল 55 টি অ্যাম্বুলেন্স নিয়ে শোভাযাত্রা বের করা হয়! "
এই খবর সম্পর্কে আমার কিছুই বলার নেই। শুধু ভাবি মানুষ নিজের স্বার্থে আরো কতকিছুই না করতে পারে!
যাদের মাথা থেকে এই চিন্তাটা বের হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, 'what an idea sirji!!!'