ভালোবাসি -
প্রতিটিদিনের নতুন সূর্যোদয়ের মেলা ,
রোদমাখা ঘাসে;শিশিরের বিদায় বেলা,
ব্যস্ততার পায়ে পায়ে ছেঁড়া কাগজের উদ্দেশ্যহীন পথচলা,
দুপুরের তপ্ত সূর্যের আগুন আগুন খেলা,
বিকেলে ছাদের উপর একটু হাঁটাচলা,
ক্ষণিকের গোধূলিকালের অবাক কথা বলা,
সন্ধ্যের ধ্রুবতারার মিট মিটিয়ে জ্বলা,
চাঁদের ওই লুকোচুরি ছাপিয়ে মেঘের ভেলা
... ... ...
ভালোবাসি দিন ;ভালোবাসি রাত,
ভালোবাসি মলিন অর্ধ চাঁদ,
ভালোবাসি শরৎ, গ্রীষ্ম, শীত,
ভালোবাসি কবিতা, নাট্য, গীত,
ভালোবাসি বর্ষা, ভালোবাসি স্বপ্ন,
ভালোবাসি শিয়রে তোমার যত্ন,
ভালোবাসি চোখ, চুল আর ওই ঠোঁট,
ভালোবাসি তোমার দেয়া চোট,
ভালোবাসি জীবন, ভালোবাসি আমি,
ভালোবাসি শুধু আমার তুমি ॥