যখন খুব অসভ্য পাগল হতে ইচ্ছে করে,
যখন খুব কাছ থেকে ছুঁতে ইচ্ছে করে,
যখন খুব কাছ থেকে অনুভব করতে চাই তোমার নি:শ্বাস,
যখন তোমাকে জড়িয়ে ধরে নিতে চাই অন্তরের খুব কাছে,
যখন তোমার ফাটা ঠোঁট একটু সরস করতে ইচ্ছে করে,
যখন তোমাকে আঁকড়ে ধরে বুকের গভীরে চালান করতে চাই,
যখন তোমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে দীর্ঘ সময় থাকতে চাই,
যখন একটু আঁধার পেলে আরো একটু কাছে আসার সুযোগ পাই,
বলো, তখন কেন তুমি এত নির্লিপ্ত হও?
কেন এত উদাসীন হও?
কেন তখন তুমি গুনগুনিয়ে গান গাও?
তখন তোমার অসমাপ্ত কবিতার একটি চরণ তো লিখতে পার ।
কিংবা দিতে পার পুরনো গানে নতুন সুর
হয়ত তুলির আঁচড়ে আরো একটু রঙিন করতে পার
আমার এই ঘোর লাগা চোখ ।
কিংবা বুজিয়ে দিতে পার লজ্জাবতীর পাতা ।
কেবল রাত হলে;"কাছে না পাওয়া"র কষ্টটা আরো একটু বাড়াতে পারো ।
আর কিচ্ছুটি পার না তুমি ।