প্রিয় তুমি,
খুব অবাধ্য কিছু স্বপ্নের ঘোরে যখন আমি দিশেহারা হয়ে ছিলাম, তখন আমার দ্বারা কিছু ভুল করা বড়ই স্বাভাবিক ছিল। আমি ভাবতাম শুধু ভাবতাম, আ্মি কোনো ভুল করছি না তো? বড় আশ্চর্যের ব্যাপার হল আমি সত্যি ভুল ছিলাম। এটা কি আশ্চর্যের ব্যাপার নাকি স্বাভাবিক? যেটা ভুল সেটাকে আমি যতই শুদ্ধ করতে চাই না কেন, তাতো ভুল ই। যা কিছু নিষিদ্ধ তাতো নিষিদ্ধই।
হয়ত তোমাকে ভালবাসতে পারি নি, যতটুকু তুমি আমাকে বেসেছিলে। জানো আমি আজ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। যাকে দেবতার আসনে বসানোর ছিল, তাকে ধোঁকা দিয়েছি। কিন্তু তুমি আমাকে শাস্তিও দাও নি। কেন এত মহত্ত্ব দেখালে? আজ আমি নিজের কাছেই বড্ড ছোট হয়ে গেছি। আমাকে তুমি বিশ্বাস করেছিলে, আমি তার কতটুকু সম্মান রেখেছি বলতে পারো? থাক না সেসব কথা।
আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তিনি যেদিন আমার পাপের হিসাব নেবেন,সেদিন যেন তোমায় অপ্রস্তুত হতে না হয়। তাই আজ আমি তোমায় মুক্তি দিলাম। তোমার আজকের কষ্টের বিনিময়ে, তোমাকে সীমাহীন অপমানের হাত থেকে আজ আমি মুক্তি দিলাম। তুমি জানলে না কতগুলো মিথ্যে বলে তোমার মনে আজ আমি ঘৃণার জন্ম দিয়েছি। ঘৃণা করবে কর। আমি তো এটাই চেয়েছিলাম। শুধু তুমি ভাল থেকো।
আর কোনদিন আমার মত কাউকে এমন ভাবে ভালো্বেসো না।
ই্তি,
আমি