রক্ত জবার বাগান বুনেছি আজ
সে বাগানে তোমাকে নিমন্ত্রন
মনে করে ঠিক এসো কেমন
লালের গালিচা বিছানো বাগান আমার
তোমার রক্তিম পদধূলির প্রতীক্ষায়
হে মধুসূদন
তোমার কোমল দুটি পায়ের প্রতিচ্ছবি
পরবে তো এ গালিচায়
তুমি আঁকবে তো তার প্রতিকৃতি
বাগান বিলাসে বাগানের চারিধার ঘেরা
কত শৌখিনতা তাকে ঘিরে
কামিনী আর হাসনাহেনার গন্ধে
মাতোয়ারা আমার এ ছোট্ট ভুবন
হে মধুসূদন
তুমি এসো আমার এ নির্মল বাগিচায়।
মনের চাঁদরে তারার মেলা বসিয়ে
তাতে রূপোর থালা সাজিয়ে তোমায় করবো অভ্যর্থনা
তুমি গ্রহণ কর আমার এ নিমন্ত্রণ
হে প্রিয় মধুসূদন।
সফেদ বিহঙ্গ
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬