আসলে কিছুই না।। স্বভাবতঃই বাস্তবতা তুলে আনা ??যায় না।। কারন আইন।। আমি আইনের বিরুদ্ধে নই।। কিন্তু আবার সব কিছু সহজে মেনে নেওয়ার বান্দাও নই।। আমার কছে তা হতে হবে যুক্তিসংগত।। কারন দেশটা আমারও।। এটা কারো স্বামী বা বাপের সম্পত্তি নয়।। এটা আমার আপনার সবার।। এর দেখ-ভালও করতে হবে আমাকে সাথে আপনাকেও।। আজ যারা সুখে আেন থাকুন, সেখানেই।। আমার কোন প্রশ্ন নেই।। কারন দেশের নাগরিক আপনারাও।। কিন্তু তবু প্রশ্ন থেকে যায়।। সঠিক উত্তর দিতে পারবেন আপনারাই!!
জানি দলান্ধ ছাড়া বাকি সবাই ভাববেন।। আমিও তাই ভাবছি।।
ক্ষমতাশীন দল কি দিচ্ছে বা এই সময়ে আমরা কি পাচ্ছি?? আসলে বিভেদ আর বিভাজন ছাড়া কিছুই নয়।। এতে আমাদের ভবিষ্যত?? আসলেও সেই প্রাচিন যুগে।। ভাবছি আর অবাক হচ্ছি, দেশে এতো বুদ্ধজীবি আর সুশিল সমাজ থাকতেও??
আমার ভাবনা সাধারনত ভাচিতেই চলে।। কারন উজানে বাইতে সহজ হয়।। আমি সেই দলে নই, আমার পাঠকরা তা অবশ্যই জানেন।।
শ্রদ্ধা কাকে করবো?? বিরোধী না সরকারী দলকে?? রাজনৈতিক বা বন্ধুত্বের দূষ্টিকোনে প্রধান দুই দলকে।। কিন্তু পারছি কি তা??
আমার দৃষ্টিও বয়সের কারনে দুরে যায় না।। তাহলে?? আমার সাথে দেশবাসী কি হাল ছেড়ে দেবে??
না হয় দিলামও।। মেনে নিলামও প্রচলিত আইন, তাপরও কি আমরা মুক্ত হবো, না শাঁখের করাতের মত যেতেও কাটবো, আসতেও কাটবো??
ভাবছি দেশটা আসলে কাদের ?? আমাদের না নেতাদের?? আমাদের হলেতো আমাদের ইচ্ছেমতই চলতো কিন্তু ব্যতিক্রম দেখতে পাচ্ছি।। অর্থাৎ নেতাদের (যারা কিন্তু আমাদের হাতে প্রস্তুত তাদের ইশারায়।। আমরা আসলে ভুত।। যে শুধু ভোটের সময়ে ভোট দিয়েই যায়।। পরে থাকে না আর কোন ভূমিকা!!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫