হার্ডডিস্ক ক্র্যাশ কি?
যখন অপারেটিং সিস্টেম হার্ডডিস্ক সংরক্ষিত ডেটা বা ইনস্ট্রাকশন রিড করতে ব্যর্থ হয়, তখন তাকে হার্ডডিক্স ক্র্যাশ বলে । অর্থ্যাৎ হার্ডডিক্স ক্র্যাশ হচ্ছে ব্যবহারকারীর ডাটার ক্ষতিসাধন । বর্তমানে হার্ডডিস্ক ক্র্যাশ একটি নিত্য নৈমিত্তিক ঘটনা । হার্ডডিক্স ক্র্যাশ করলে বিভিন্ন রকম মেসেজ প্রদান করে । যেমনঃ
Message 1: “Invalid partition table … … …”
Message 2: “Sector not found … … …”
Message 3: “Invalid media type … … …”
Message 4: “General failure reading drive … … …”
হার্ডডিস্কে লজিক্যাল ও ফিজিক্যাল এই দু’ধরনের ক্র্যাশ হতে পারে । লজিক্যাল সমস্যার কারনে বুট সেক্টর, পার্টিশন টেবল, ফ্যাট এরিয়া বা ডাইরেক্টরি এরিয়া নষ্ট হতে পারে ।
আর ফিজিক্যাল সমস্যার কারনে হার্ডডিক্সের কোন কম্পোনেট কিংবা লজিক কার্ড অকার্যকর কিংবা শক সার্কিট হতে পারে ।
হার্ডডিস্ক ক্র্যাশের কারনঃ
হার্ডডিস্ক যেসব কারনে ক্র্যাশ করে তার সেগুলো হলো সফটওয়ার করাপ্ট ২২%, হিউম্যান এরর ৩০%, সিস্টেম ম্যাল ফাংশন ১৮%, হার্ডওয়ার এরর ১৩%, ভাইরাস ৯%, স্যাবোটেজ ৬% এবং ন্যাচারাল ডিজাস্টার ২% ।
১) মেক্যানিক্যাল ফল্টঃ প্রচন্ড ঝাকুনির কারনে হার্ডডিস্ক স্বাভাবিকভাবে কাজ নাও করতে পারে । বিশেষ করে, পিসি স্থান্তরের সময় হার্ডডিস্কের রিড/রাইট হেডকে প্লটারের নন-স্টোরেজ প্রান্তে যদি পার্ক করা না হয়, তাহলে প্লটার সারফেসে স্ক্র্যাচ করতে পারে । তবে বর্তমানে কিছু হার্ডডিস্ক কোম্পানি স্বয়ংক্রিয় প্লটার পার্কিং করার কারনে স্থানতরের সময় ক্র্যাশের সম্ভাবনা প্রায় থাকে না ।
২) তাপমাত্রাঃ হার্ডডিস্ককে তাপমাত্রার একটি সীমার মধ্যে অপারেট করার জন্য ডিজাইন করা হয় । তাই, ভেন্টিলেশন ব্যবস্থা যদি যথাযথ না হয়, তাহলে হার্ডডিক্সের তাপমাত্রা সামীর অতিরক্ত হয় তাহলে হার্ডডিস্ক ক্যাশ করে ।
২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩০