আপনি ফ্রি বাংলা টাইপিং সফটওয়ার অভ্র দিয়ে বিজয় কীবোর্ড লেআউটে টাইপিং করতে পারবেন । এজন্য আপনাকে অভ্র সফটওয়ারটির কিছু সেটিং পরিবর্তন করতে হবে ।
প্রথমে ইউনিবিজয় কীবোর্ড লেআউট সিলেক্ট করতে হবে ।

এরপর Option ক্লিক করলে Customize Avro Keyboard এর Keyboard Mode টাব থেকে Select “Keyboard Mode” switching keystroke থেকে Old Bijoy Style : Ctrl + Alt + B সিলেক্ট করুন ।

এরপর Advanced Option টাব থেকে Typing Style in Fixed Keyboard Layout থেকে Use full Old Style Typing সিলেক্ট করুন ।

তবে বিজয়ের কীবোর্ড লেআউট-এ টাইপিং করলেও অল্প কিছু পরিবর্তন আছে । যেমনঃ ং এবং ঙ টাইপিং এর ক্ষেত্রে শিফট ছাড়া ং এবং শিফটসহ ঙ টাইপ করতে হবে ।
কৌ লিখতে হলে ক+ ঔ টাইপ করতে হবে । এগুলো নিয়ে পরবর্তীতে একটি লেখা পোষ্ট লিখব ।
অভ্র সফটওয়ারটি সম্পকে জানতে ও ডাউনালোড করতে এখানে ক্লিক করুন
http://www.somewhereinblog.net/blog/sobuz_ict/28851012
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২